Indian Cricket: রোহিত না রাহানে? দ্বিধায় নির্বাচকরা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 11, 2021 | 2:47 PM

কিন্তু বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হলে নেতৃত্ব কে সামলাবেন? রোহিত শর্মা (Rohit Sharma) নাকি অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)? টি-টোয়েন্টিতে রোহিতের কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে। টেস্টে ভারতের সহ অধিনায়ক রাহানে। কোহলি পিতৃত্বকালীন ছুটি নেওয়ার জন্য অস্ট্রেলিয়া সফরে রাহানের নেতৃত্বে টেস্ট সিরিজ জেতে ভারত। আর এখানেই দ্বিধায় রয়েছে নির্বাচক কমিটি।

Indian Cricket: রোহিত না রাহানে? দ্বিধায় নির্বাচকরা
রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে। ছবি: টুইটার

Follow Us

মুম্বই: টি-টোয়েন্টি (T-20) সিরিজের জন্য দল ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু টেস্ট সিরিজের জন্য এখনও দল ঘোষণা হয়নি। টি-টোয়েন্টির মতো টেস্ট সিরিজেও বিরাট কোহলিকে (Virat Kohli) বিশ্রাম দেওয়ার ভাবনা নির্বাচকদের। বাবল ক্লান্তির (Bubble Fatigue) জন্যই কোহলিকে টেস্টেও বিশ্রাম দিতে পারে বোর্ড। তবে শুধুমাত্র প্রথম টেস্ট নাকি ২টো টেস্টেই বিরাটকে বিশ্রাম দেওয়া হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ ডিসেম্বরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। প্রোটিয়া সফরকে মাথায় রেখেই বিরাটকে টেস্ট সিরিজেও বিশ্রামের ভাবনা শুরু নির্বাচকদের।

 

কিন্তু বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হলে নেতৃত্ব কে সামলাবেন? রোহিত শর্মা (Rohit Sharma) নাকি অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)? টি-টোয়েন্টিতে রোহিতের কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে। টেস্টে ভারতের সহ অধিনায়ক রাহানে। কোহলি পিতৃত্বকালীন ছুটি নেওয়ার জন্য অস্ট্রেলিয়া সফরে রাহানের নেতৃত্বে টেস্ট সিরিজ জেতে ভারত। আর এখানেই দ্বিধায় রয়েছে নির্বাচক কমিটি। স্প্লিট ক্যাপ্টেন্সিতে সচরাচর ভরসা রাখেনি বোর্ড। এর আগে অবশ্য এমনটা হয়েছে ঠিকই। বোর্ডের একাংশ চাইছে রোহিতকে ফুলটাইম ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতে। আবার একাংশ চাইছে লাল বলের ক্রিকেটে অধিনায়ক থাকুক বিরাট। শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ক্যাপ্টেন্সির দায়িত্ব ছেড়েছেন কোহলি। একদিনের ক্রিকেট আর টেস্টে এখনও তিনি দলনায়ক। টেস্টের অধিনায়ক বাছার জন্য দ্রাবিড়ের পরামর্শই শুনতে চাইছে নির্বাচক কমিটি। কালই হয়তো ভারতের টেস্ট দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা।

 

দেশের মাঠে ২টো টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। সামি-বুমরা-শার্দূল ঠাকুর তিন পেসারকেই হয়তো বিশ্রাম দেওয়া হবে টেস্টে। একই সঙ্গে ঋষভ পন্থকেও (Rishabh Pant) বিশ্রাম দেওয়ার ভাবনা। পন্থ বিশ্রামে গেলে উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ অবশ্যই ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। তবে একাশং চাইছে কেএস ভরতকেও পরখ করে নিতে।

 

১৪ তারিখ জয়পুরে পৌঁছবে ভারতীয় দল। তিন দিনের কোয়ারান্টিনে থাকার পরই মাঠে নামবে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড সিরিজের পরই দক্ষিণ আফ্রিকা সফর। তারপর দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কা সিরিজ রয়েছে।

 

 

আরও পড়ুন: Indian Cricket: দ্রাবিড়ের পরামর্শ শুনছে না উপদেষ্টা কমিটি!

Next Article