লাহোর: ২০০৫ সালের পর চলতি বছর অক্টোবরে আবার পাকিস্তান (Pakistan) সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু নিউজিল্যান্ড সফর শুরুর আগেই নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান ছাড়ায় ইংল্যান্ড (England) ও সেই পথে হাঁটে। তারাও জানিয়ে দেয় পাকিস্তান সফরে যাবে না। এই নিয়ে দুই বোর্ডের সম্পর্কেও চিড় ধরে। অবস্থা সামাল দিতে ইংল্যান্ড বোর্ডের প্রতিনিধি টম হ্যারিসন পাকিস্তান সফরে যান। যাতে দুই বোর্ডের বরফ গলানো যায়। সেখানে তিনি কথা বলেন পাক বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার (Ramiz Raja) সঙ্গে। সেই বৈঠকের পরই বরফ গলেছে। চবতি বছরে না হলেও আগামী বছর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। টি-২০ বিশ্বকাপের আগে ও পরে দুই পর্বে হবে ইংল্যান্ডের পাকিস্তান সফর। নির্ধারিত সূচি মেনে চলতি বছর পাকিস্তানে না যাওয়ার জন্য আগামী বছরের সফরে বাড়তি দুটি টি-২০ (T20 match) ম্যাচ খেলবে ইংল্যান্ড। ক্রিকেট মহলের প্রশ্ন এটা কি ক্ষতিপূরণ? যদিও ইংল্যান্ড বোর্ডের কর্তার কথায়, এটা দুই দেশের সম্পর্কের জন্য এবং পাকিস্তানের প্রতি ইংল্যান্ড বোর্ডের কমিটেমন্ট।
England men’s side to play two additional Twenty20 Internationals in Pakistan in September/October 2022.
Complete details here ➡️ https://t.co/1uXGPBYesY pic.twitter.com/H7cwhzncuZ
— Pakistan Cricket (@TheRealPCB) November 9, 2021
আগামী বছর সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফরে গিয়ে টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। তারপর সেখান থেকে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে যাবে ইংলিশ ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলে নভেম্বর-ডিসেম্বরে আবার পাকিস্তান সফর। সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিনটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। পাকিস্তানে বাবর আজমদের বিরুদ্ধে পাঁচটি টি-২০ ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু দুই বোর্ডের বৈঠকের পর ঠিক হয়েছে সাতটি টি-২০ ম্যাচ খেলবেন জস বাটলাররা।
ইংল্যান্ডের সিদ্ধান্ত খুশি পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা জানিয়েছেন, “ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যে বড় হৃদয়ের পরিচয় দিয়েছে, তাতে ভীষণ খুশি আমরা। পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের কাছে এটা গর্বের মুহূর্ত, কারণ ২০২২ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড খেলতে আসছে আমাদের দেশে।”
নিরাপত্তার কারণে নিউজিল্যান্ড সিরিজ না খেলে দেশে ফিরে যাওয়ায় যে ধাক্কা খেয়েছিল পাকিস্তান ক্রিকেট, তা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে তারা। চলতি বছরের শেষেই ওয়েস্ট ইন্ডিজ পাক সফরে যাচ্ছে। আগামী বছর সে দেশে যাওয়ার কথা জানিয়ে দিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পাক ক্রিকেট মহল এই বদলের জন্য রামিজ রাজাকেই কৃতিত্ব দিচ্ছে।
আরও পড়ুন : England vs New Zealand Live Score, T20 World Cup 2021: আবু ধাবিতে মর্গ্যান-উইলিয়ামসনদের সেমিফাইনালের দ্বৈরথ