Ben Stokes: বিমানে ব্যাগ চুরি! সাহায্য চাইলেন ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন স্টোকস

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 05, 2023 | 8:46 AM

বেন স্টোকসের লাগেজ চুরির ঘটনা এই প্রথম নয়। এর আগেও তাঁকে ব্যাগ চুরি হওয়ার জন্য ভোগান্তি পোহাতে হয়েছে।

Ben Stokes: বিমানে ব্যাগ চুরি! সাহায্য চাইলেন ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন স্টোকস
Ben Stokes: বিমানে ব্যাগ চুরি! সাহায্য চাইলেন ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন স্টোকস
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: বিমান সফর করার সময় সকলেই কমবেশি বেশ কয়েকটি দিকে নজর রাখেন। অনেক সময় বিমান সফর করার পর অনেক যাত্রী নিজেদের ব্যাগ পত্র আর পান না। সেই বিপদে কখনও এয়ারলাইন্স সংস্থা পাশে দাঁড়ায়, আবার কখনও ওই যাত্রীকে নানান ভোগান্তি পোহাতে হয়। সাধারণ মানুষদের মতোই এমন বিপদে পড়েন একাধিক ক্রীড়াবিদও। সম্প্রতি এমনই বিপদে পড়তে হয়েছে ইংল্যান্ডের (England) টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে (Ben Stokes)। ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে তিনি সফর করেছেন। কিন্তু সফর শেষে নিজের ব্যাগ আর ফেরত পাননি। অগত্যা সাহায্য চাইতে হয়েছে ইংল্যান্ডের টেস্ট দলের ক্যাপ্টেনকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেন স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড অ্যাসেজে ২-২ ড্র করেছে। চলতি অগস্টের শেষে এ বার ইংল্যান্ডের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। ৩০ অগস্ট থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। আপাতত অ্যাসেজের পর প্রায় মাসখানেকের ছুটি পাচ্ছেন বেন স্টোকসরা। কিন্তু এই ছুটির শুরুটা স্টোকসের জন্য ভালো হল না।

বিমান সফরে ব্যাগ হারিয়ে যাওয়ায় বেজায় চাপে পড়েছেন বেন স্টোকস। তাই তিনি টুইটারে ব্রিটিশ এয়ারওয়েজকে ট্যাগ করে একটি টুইট করে সাহায্য চেয়েছেন।

ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে একটি অটোজেনারেটেড রিপ্লাই দেওয়া হয়েছে বেন স্টোকসের এই টুইটে। তাতে দুঃখপ্রকাশ করে স্টোকসের কাছ থেকে তাঁর ব্যাগের বিস্তারিত বিবরণ জানতে চাওয়া হয়েছে।

চলতি বছরের মার্চে নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফেরার পর বেন স্টোকসের সঙ্গে একই ঘটনা অর্থাৎ, ব্যাগ চুরির ঘটনা ঘটেছিল। লন্ডনের কিংস ক্রস স্টেশন থেকে চুরি হয়েছিল ইংল্যান্ড অধিনায়কের ব্যাগ। সে বারও সেই চুরি যাওয়ার খবর নিজেই টুইটারে জানিয়েছিলেন বেন স্টোকস।

Next Article