T20 World Cup 2022: বিশ্বকাপের মূলপর্বের সূচনার দিনে আফগান বনাম ইংরেজ

রশিদ খানদের কোনওভাবেই দুর্বল দল বলা যায় না। তবে প্রতিপক্ষ যদি হয় ইংল্যান্ড সেক্ষেত্রে ম্যাচের ফেভারিট অবশ্যই ইংরেজরা। ধারে ভারে জস বাটলাররা এগিয়ে থাকলেও জায়ান্ট কিলারের তকমা অনেক আগেই আফগানিস্তানের গায়ে সেঁটে গিয়েছে।

T20 World Cup 2022: বিশ্বকাপের মূলপর্বের সূচনার দিনে আফগান বনাম ইংরেজ
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2022 | 9:15 AM

পারথ: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) গ্রুপ পর্ব থেকেই শুরু হয়েছে অঘটনের পালা। শ্রীলঙ্কার কাছে নামিবিয়ার হার বা স্কটল্যান্ডের হারে হেরে ওয়েস্ট ইন্ডিজের ছিটকে যাওয়া। টি-২০ ফরম্যাটের মজা এখানেই। অপেক্ষাকৃত দুর্বল আন্ডারডগ টিমগুলি অঘটন ঘটিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আফগানিস্তান (Afghanistan) হল তেমনই একটা দল। মহম্মদ নবি, রশিদ খানদের কোনওভাবেই দুর্বল দল বলা যায় না। তবে প্রতিপক্ষ যদি হয় ইংল্যান্ড সেক্ষেত্রে ম্যাচের ফেভারিট অবশ্যই ইংরেজরা। ধারে ভারে জস বাটলাররা এগিয়ে থাকলেও জায়ান্ট কিলারের তকমা অনেক আগেই আফগানিস্তানের গায়ে সেঁটে গিয়েছে। বিশেষ করে এশিয়া কাপের পারফরম্যান্সের পর। বিশ্বকাপের মূলপর্বের সূচনা হচ্ছে শনিবার। দিনের দ্বিতীয় ম্যাচে পারথের অপ্টাস স্টেডিয়ামে মুখোমুখি ইংল্যান্ড ও আফগানিস্তান। পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে টি-২০ সিরিজে সম্প্রতি হারিয়েছে ইংল্যান্ড (England)। শেষ পাঁচ টি-২০ ম্যাচের মধ্যে চারটিতেই জয় জস বাটলারের টিমের। সেখানে আফগানিস্তান শেষ পাঁচটি ম্যাচের মধ্যে জিতছে দুটি, হেরেছে তিনটিতে। আজকের ম্যাচে পাল্লা ভারী কোন দলের, চিত্র তুলে ধরার চেষ্টা করল TV9 Bangla

২০২১ সালের টি-২০ বিশ্বকাপের পুনরাবৃত্তি মোটেও চাইবে না ইংল্যান্ড।  সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ইওন মর্গ্যানদের। সেই বিশ্বকাপের পর ইংল্যান্ড শিবিরে অনেক কিছু বদলে গিয়েছে। কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। নতুন কোচের অধীনে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই খেলছে ইংল্যান্ড। ইওন মর্গ্যানের অবসরের পর টি-২০ ফরম্যাটে নেতৃত্বের ব্যাটন জস বাটলারের কাঁধে। ২০১০ সালে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ট্রফির খরা কাটানোই লক্ষ্য খোলনলচে বদলে যাওয়া ইংল্যান্ডের। এবারও ফেভারিট তকমা গায়ে লাগিয়ে টুর্নামেন্টে নামছে ইংরেজরা। অধিনায়ক জস বাটলার, অ্যালেক্স হেলস দারুণ ছন্দে রয়েছেন। ওপেনিং জুটির দাপট ব্রিটিশদের অন্যতম ভরসা। নিজেদের টুর্নামেন্টের বিপজ্জনক টিম বলে ব্য়াখ্যা করেছেন খোদ অধিনায়ক। জস বাটলারের কথায়, “দলে একঝাঁক প্রতিভাবান খেলোয়াড়। যাঁরা নিজেদের দিনে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। আমরা ভীষণ বিপজ্জনক দল।”

ব্যাটে-বলে ফেভারিট ইংল্যান্ডকে প্যাঁচে ফেলতে তৈরি আফগানিস্তান। তাঁদের বোলিং বিভাগ সমীহ করার মতো। শিদ খান, নবীরা তো রয়েছেনই।অভিজ্ঞ মহম্মদ শাহজাদ, হামিদ হাসানদের সঙ্গে যোগ হয়েছে নতুন মুখ ফজল হক ফারুকী, কোয়েস আহমেদদের। র সবে মিলে ব্রিটিশ বাহিনীর জন্য ভালোরকমের বিপদ অপেক্ষা করছে। আফগানদের নতুন কোচ জনাথন ট্রট অতীতে ইংল্যান্ড শিবিরের পরামর্শদাতা হিসেবে কাজ করায় দলটিকে খুব কাছ থেকে দেখেছেন। তাই ইংল্যান্ড টিম আফগানিস্তানকে হালকাভাবে নেওয়ার ভুল করছে না। এটা আফগান কোচ ভালোমতো জানেন। তিনি বললেন, “দারুণ একটা ম্যাচ হতে চলেছে। দলের প্রতিভার অভাব নেই। আমরা কী করতে পারি তা ক্রিকেট বিশ্বকে বুঝিয়ে দিতে চাই। ইংল্যান্ডের ক্ষমতা কারও অজানা নেই। আমরা নিজেদের সর্বস্ব দিয়ে ঝাঁপাবো।”

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:  জস বাটলার (অধিনায়ক এবং উইকেটকিপার),  অ্যালেক্স হেলস, ডেভিড মালান, হ্যারি ব্রুকস, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, মার্ক উড, টিমাল মিলস।