ENG vs AFG, ICC World Cup 2023 Highlights: আফগানিস্তানের ইতিহাস…তেইশের প্রথম ‘অঘটন’!!!
ENG vs AFG, ICC world Cup 2023 Live Score Updates: ওডিআই বিশ্বকাপে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি ইংল্যান্ড এবং আফগানিস্তান। একদিকে গত বারের চ্যাম্পিয়ন এবং অন্যদিকে জোড়া ম্যাচ হারা আফগানরা। রবিবার কোন দল ফুল মার্কস পায় সেটাই দেখার। এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য চোখ রাখুন এই লাইভব্লগে।

নয়াদিল্লি: এমন ম্যাচেরই তো অপেক্ষায় থাকেন ক্রিকেট প্রেমীরা। যেখানে রোমাঞ্চ থাকবে, উত্তেজনা থাকবে। ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ। প্রথম দু-ম্যাচে বাংলাদেশ ও ভারতের কাছে হেরেছিল হসমতউল্লাহ শাহিদির দল। আফগানিস্তানের সামনে ছিল গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। হার দিয়ে ওডিআই বিশ্বকাপ অভিযান শুরু করলেও ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। যদিও আফগান স্পিনের সামনে ধরাশায়ী। দিল্লির মাঠে মূলত হাইস্কোরিং ম্যাচ হয়েছে। ইংল্যান্ড টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয়। গুরবাজ, ইকরামের ইনিংসে ভর করে ২৮৪ অবধি পৌঁছয় আফগানিস্তান। রশিদ খান এবং মুজিব উর রহমানের স্পিন জুটিতে আধডজন উইকেট। ইংল্যান্ডকে ২১৫ রানেই গুটিয়ে দেয় আফগানিস্তান। ৬৯ রানের জয়ে ইতিহাস আফগানদের। ইংল্যান্ড বনাম আফগানিস্তান (England vs Afghanistan) ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।
LIVE Cricket Score & Updates
-
ICC World Cup 2023:
অঘটন বলা হলেও, অঘটন নয়। অনবদ্য পারফরম্যান্স আফগানিস্তানের : বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দিল আফগানিস্তান!
-
ICC World Cup 2023: আম্পায়ার্স কলে ধাক্কা
বাঁ হাতি পেসার ফজলহক ফারুকির ইনসুইং। বেয়ারস্টোর বিরুদ্ধে এলবির আবেদন। অন ফিল্ড আম্পায়ার আউট দেন। রিভিউতে ইমপ্যাক্ট, উইকেটে বল লাগা দুটোই আম্পায়ার্স কল। আনলাকি বেয়ারস্টো।
-
-
ICC World Cup 2023: স্পিন দিয়ে শুরু
ইংল্যান্ডের সামনে ২৮৫ রানের লক্ষ্য। নেহাৎই সহজ নয়। স্পিনার মুজিব উর রহমানকে দিয়ে বোলিং ওপেন আফগানিস্তানের। বেয়ারস্টো-মালানের সামনে কঠিন পরীক্ষা।
-
ICC World Cup 2023: টার্নিং পয়েন্ট
আফগান ইনিংসে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল গুরবাজের রান আউট। নয়তো ৩০০ পেরিয়ে যেতে পারত আফগানিস্তান। তবে ২৮৫ রানের টার্গেট খুব একটা সহজ নাও হতে পারে। আফগানিস্তানের স্পিন আক্রমণ খুবই ভালো।
-
ICC World Cup 2023: সুযোগ কাজে লাগালেন ইকরাম
বাটলারের সৌজন্যে জীবন পেয়েছিলেন। কাজে লাগালেন ইকরাম। কেরিয়ারের তৃতীয় ওডিআই হাফসেঞ্চুরি ইকরাম আলি খিলের। ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে আফগানিস্তান।
-
-
ICC World Cup 2023: রশিদ ফেরালেন রশিদকে
ইকরাম আলি খিলের সঙ্গে দুর্দান্ত জুটি গড়ছিলেন রশিদ খান। লেগ স্পিনার আদিল রশিদ আক্রমণে আসতেই বড় শট খেলার চেষ্টা আফগান তারকার। বাউন্ডারি লাইনে অনেকটা দৌড়ে ডাইভ। চোখ ধাঁধানো একটা ক্যাচ জো রুটের।
-
ICC World Cup 2023: আধডজন উইকেট
আগের ওভারেই স্টাম্পিং মিস। তবে নেতৃত্বে অনবদ্য বাটলার। এতক্ষণ স্পিন আক্রমণ ছিল। পেসার মার্ক উডকে এনে বাজিমাত। উডের গতিতে বেসামাল মহম্মদ নবি। গালিতে ক্যাচ দিয়ে ফিরলেন।
-
ICC World Cup 2023: সহজ সুযোগ নষ্ট
লিভিংস্টোনের বিরুদ্ধে ক্রিজের অনেকটা বাইরে ইকরাম আলি খিল। যদিও বল ঠিকঠাক কালেক্ট করতে পারলেন না ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। স্টাম্পিংয়ের সহজ সুযোগ মিস।
-
ICC World Cup 2023: স্পিন সামলাতে ব্যর্থ!
ওপেনিং জুটিতে উঠেছিল ১১৪ রান। সেখান থেকে হঠাৎই চিত্রটা বদলে গিয়েছে আফগানিস্তানের। একটি স্টাম্পিং, রান আউট। মাত্র ৮ রানের ব্যবধানে আরও তিন উইকেট। ১১৪-০ থেকে ১৭৪-৫। লিভিংস্টোন, রুটের মতো পার্টটাইম স্পিনাররাও দাপট দেখাচ্ছেন। আফগানিস্তান অধিনায়ক হসমতউল্লাহকে বোল্ড করেন রুট।
-
ICC World Cup 2023: আফগানদের ইনিংসের ৩০ ওভারের খেলা শেষ
- আফগানদের ইনিংসের ৩০ ওভারের খেলা শেষ।
- খেলা বাকি আর ২০ ওভারের।
- ৩০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে আফগানিস্তান তুলেছে ১৬৭ রান।
- ক্রিজে হসমতউল্লাহ শাহিদি (১২) ও ইকরাম আলি খিল (১৩)।
-
ICC World Cup 2023: রান আউট গুরবাজ
এক ওভারে জোড়া ধাক্কা খেল আফগানরা। ১৮.৪ ওভারে আদিল রশিদ ফেরান রহমতকে। এর পরের বলেই রান আউট হন রহমানুল্লা গুরবাজ। ৫৭ বলে ৮০ রান করে মাঠ ছাড়লেন দুরন্ত ছন্দে থাকা গুরবাজ।
-
ICC World Cup 2023: প্রথম ধাক্কা খেল আফগানরা
আদিল রশিদ ফেরালেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে। ৪৮ বলে ২৮ রান করে মাঠ ছাড়লেন ইব্রাহিম। গুরবাজের সঙ্গে জুটিতে দলকে ভালোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ইব্রাহিম।
-
ICC World Cup 2023: শতরানের জুটি
রহমানুল্লা গুরবাজ ও ইব্রাহিম জাদরান জুটিতে শতরান পার। ১২.৪ ওভারে আদিল রশিদের বলে ছক্কা হাঁকিয়ে দলগত শতরান পূরণ করলেন রহমানুল্লা।
-
ICC World Cup 2023: হাফসেঞ্চুরি গুরবাজের
৩৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রহমানুল্লা গুরবাজ। ১০.২ ওভারে আদিল রশিদের বলে চার মেরে অর্ধশতরান পূর্ণ আফগান ওপেনার গুরবাজের।
-
ICC World Cup 2023: পাওয়ার প্লে-তে সফল আফগানরা
ইংল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে সফল আফগানিস্তান। প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭৯ তুলেছে আফগানিস্তানের ওপেনিং জুটি। ৪৬ রানে ব্যাট করছেন রহমানুল্লা গুরবাজ। ২২ রানে রয়েছেন ইব্রাহিম জাদরান।
-
ICC World Cup 2023: ৫০ রানের পার্টনারশিপ
৬.৩ ওভারে রহমানুল্লা গুরবাজ ও ইব্রাহিম জাদরান জুটির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।
-
ICC World Cup 2023: আফগানদের ইনিংস শুরু
একটু আগেই কেঁপে উঠেছিল আফগানিস্তান। সেই খবর শোনার পর মাঠে নামল আফগানরা। ওপেনিংয়ে নামলেন রহমানুল্লা গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
-
ICC World Cup 2023: আফগানিস্তানের একাদশ
এক ঝলকে দেখে নিন আফগানিস্তানের একাদশ – রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মহম্মদ নবি, আজমত ওমারজাই, ইকরাম আলি খিল, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন উল হক ও ফজল ফারুকি।
-
ICC World Cup 2023: ইংল্যান্ডের একাদশ
এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের একাদশ – জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।
-
ICC World Cup 2023: টস আপডেট
রবিবার ওডিআই বিশ্বকাপে ENG vs AFG ম্যাচে টস জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বাটলার।
-
ICC World Cup 2023: আজ তৈরি হতে পারে কোন মাইলস্টোন?
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। চলতি বিশ্বকাপে প্রথম দু-ম্যাচে বাংলাদেশ ও ভারতের কাছে হেরেছে আফগানিস্তান। এ বার সেই আফগানিস্তানের সামনে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও ঘুরে দাঁড়িয়েছেন জস বাটলাররা। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এদিকে হারের হ্যাটট্রিক আটকানো লক্ষ্য রশিদ খানদের।
পড়ুন বিস্তারিত – ICC World Cup 2023: রবি-দুপুরে বিশ্বকাপের ম্যাচে যে মাইলস্টোনের সামনে নবি-রুটরা
-
ICC World Cup 2023: আজ ক্রিকেটপ্রেমীদের নজর রশিদ বনাম রশিদে…
রবিবার ওডিআই বিশ্বকাপের ম্যাচে থাকছে — দিল্লির হাইস্কোরিং ভেনু, ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিং লাইন আপ। নজরে রশিদ খান ও আদিল রশিদ।পড়ুন বিস্তারিত – ENG vs AFG ICC WC Match Preview: হাইস্কোরিং ভেনুতে আজ রশিদ বনাম রশিদ
-
ICC World Cup 2023: রবিবার বিশ্বকাপে জমাবেন কারা?
আজ, রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি জস বাটলারের ইংল্যান্ড এবং হসমতউল্লাহ শাহিদির আফগানিস্তান।
Published On - Oct 15,2023 1:00 PM
