END vs SL, ICC World Cup 2023 Highlights: ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ইতিহাসে টানা ৫ জয় শ্রীলঙ্কার
England vs Sri Lanka, ICC world Cup 2023 Live Score Updates: চলতি বিশ্বকাপে চেনা ছন্দে নেই ইংল্যান্ড। জস বাটলার, বেন স্টোকসদের ব্যাটের আগ্রাসন দেখা যায়নি এখনও পর্যন্ত। চার ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট টেবিলের আট নম্বরে জায়গা হয়েছে বিশ্ব চ্য়াম্পিয়নদের। অন্যদিকে চার ম্যাচের তিনটিতে হেরে প্রতিপক্ষ লঙ্কানদের অবস্থাও একই। এই ম্যাচে দু'পক্ষই চাইবে ২ পয়েন্ট তুলে সেমিফাইনালের দৌড়টা সহজ করার।
বেঙ্গালুরু: গ্রুপ পর্বেই জমে উঠেছে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দশ দল। আজ, বৃহস্পতিবার বিশ্বকাপের ২৪ তম ম্য়াচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড (England) ও শ্রীলঙ্কা। চলতি বিশ্বকাপে চেনা ছন্দে নেই ইংল্যান্ড। জস বাটলার, বেন স্টোকসদের (Ben Stokes) ব্যাটের আগ্রাসন দেখা যায়নি এখনও পর্যন্ত। শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে টস জিতে প্রথমে ব্য়াটিং করে ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। ১৪৬ বল বাকি থাকতেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ৮ উইকেটে জিতল শ্রীলঙ্কা। ৭৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন পাথুম নিশঙ্কা। এবং ৬৫ রানে নট আউট সাদিরা সমরবিক্রমা। এই ম্য়াচের হাইলাইটস পেতে অবশ্যই ক্লিক করুন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
LIVE Cricket Score & Updates
-
ICC ODI World Cup 2023:
চলতি ওডিআই বিশ্বকাপে হারের হ্যাটট্রিক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। লঙ্কানদের কাছে ল্যাজেগোবরে অবস্থা ইংল্যান্ডের!
ম্যাচ রিপোর্ট বিস্তারিত পড়ুন – ENG vs SL Match Report: লঙ্কানদের কাছে ল্যাজেগোবরে অবস্থা ইংল্যান্ডের! হারের হ্যাটট্রিক গত বারের চ্যাম্পিয়নদের
-
ICC ODI World Cup 2023: ম্যাচের সেরা কে?
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পেলেন শ্রীলঙ্কার লাহিরু কুমারা।
-
-
ICC ODI World Cup 2023: ৮ উইকেটে জিতল শ্রীলঙ্কা
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ৮ উইকেটে জিতল শ্রীলঙ্কা। ৭৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন পাথুম নিশঙ্কা। এবং ৬৫ রানে নট আউট সাদিরা সমরবিক্রমা। ১৪৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল শ্রীলঙ্কা।
-
ICC ODI World Cup 2023: সাদিরার হাফসেঞ্চুরি
৪৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন সাদিরা সমরবিক্রমা। পাথুম নিশঙ্কার সঙ্গে জুটিতে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাদিরা।
-
ICC ODI World Cup 2023: নিশঙ্কার হাফসেঞ্চুরি
৫৪ বলে অর্ধশতরান পূর্ণ করলেন পাথুম নিশঙ্কা। সাদিরা সমরবিক্রমার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিশঙ্কা।
-
-
ICC ODI World Cup 2023: আউট কুশল মেন্ডিস
লঙ্কান অধিনায়ককে ফেরালেন উইলি।
-
ICC ODI World Cup 2023: আউট পেরেরা
মাত্র চার রান করেই ফিরলেন কুশল পেরেরা।
-
ICC ODI World Cup 2023: অলআউট ইংল্যান্ড
লঙ্কানদের ১৫৬ রানের লক্ষ্য দিয়ে শেষ হল বাটলারদের ইনিংস।
-
ICC ODI World Cup 2023: আউট রশিদ
ফের উইকেট! এ বার ফিরলেন আদিল রশিদ।
-
ICC ODI World Cup 2023: ফিরলেন স্টোকস
হাফ সেঞ্চুরিও হল না। ৪৩ রান করেই ফিরলেন স্টোকস।
-
ICC ODI World Cup 2023: আউট মোইন আলি
১৫ রান করেই ফিরলেন মোইন আলি। তাঁকে ফেরালেন অ্যাঞ্জেলো ম্য়াথিউস।
-
ICC ODI World Cup 2023: ফের উইকেট!
১৬ ওভারেই ৬ উইকেট হারাল থ্রি লায়ন্সরা। মাত্র ১ রান করে ফিরলেন লিভিংস্টোন।
-
ICC ODI World Cup 2023: ৪ উইকেট হারাল ইংল্যান্ড
একের পর এক উইকেট। ১৪ ওভারের মাথায় ৪ উইকেট হারাল ইংল্যান্ড। এ বার ফিরলেন অধিনায়ক জস বাটলার।
-
ICC ODI World Cup 2023: ফের উইকেট
প্রথমে মালান, তারপর ফিরলেন জো রুট।
-
ICC ODI World Cup 2023:উইকেট হারাল থ্রি লায়ন্সরা
প্রথম উইকেট হারাল থ্রি লায়ন্সরা। ২৮ রান করেই ফিরলেন ডেভিড মালান।
-
ICC ODI World Cup 2023: ইংল্য়ান্ডের ইনিংস শুরু
ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে মালান ও বেয়ারস্টো।
-
ICC ODI World Cup 2023: টস আপডেট
টস জিতে কুশল মেন্ডিসদের ফিল্ডিংয়ে পাঠালেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
-
ICC ODI World Cup 2023: কেমন হবে আজ বাটলারদের বিরুদ্ধে লঙ্কানদের লড়াই?
বিস্তারিত পড়ুন: সেমিফাইনালের আশা বাঁচাতে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও লঙ্কানরা
Published On - Oct 26,2023 1:00 PM