T20 World Cup 2021: অ্যাসেজের আগেই আজ রাতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বৈরথ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 30, 2021 | 8:48 AM

আজ রাতে দুবাইয়ের ২২ গজে ফিঞ্চ-মর্গ্যান দ্বৈরথ।

T20 World Cup 2021: অ্যাসেজের আগেই আজ রাতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বৈরথ
T20 World Cup 2021: অ্যাসেজের আগেই আজ রাতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বৈরথ

Follow Us

দুবাই: অ্যাসেজের (Ashes) আগেই মহাযুদ্ধ। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2021) আসরে মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া (England vs Australia)। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে দুই দলই। আজ রাতে দুবাইয়ের ২২ গজে ফিঞ্চ-মর্গ্যান দ্বৈরথ।

বিশ্বকাপের শুরুটা ভালই করেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কেউ সহজেই হারিয়েছেন মর্গ্যানরা। ৫০ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটাও দেশে নিয়ে যেতে চান জেসন রয়-জস বাটলাররা। এখনও দু’মাস বাকি অ্যাসেজ। তার অনেক আগে থেকেই পারদ চড়তে শুরু করে দিয়েছে। বিশ্বকাপের আসরে অস্ট্রেলিয়াকে হারিয়ে মনোবল বাড়িয়ে রাখতে চাইছেন বেয়ারস্টোরা। গ্রুপ পর্বে ২ ম্যাচ জিতে ভালো জায়গায় আছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে আজ হারালে শেষ চারের পথ অনেকটাই পাকা হয়ে যাবে। অজিদের শক্তিশালী বোলিং লাইনআপই ভাবাচ্ছে ইংল্যান্ডকে। দুবাইয়ের ব্যাটিং সহায়ক উইকেটে অবশ্য রান পেতে তৈরি রয়, বাটলার, বেয়ারস্টোরা।

৫০ ওভারের বিশ্বকাপে পাঁচবার চ্যাম্পিয়ন হলেও, কুড়ি ওভারের ফরম্যাটে এখনও চ্যাম্পিয়ন হয়নি অস্ট্রেলিয়া। সেই অপবাদই এবার ঘোচাতে চান । চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে অজিরা। দঃ আফ্রিকাকে হারানোর পর শ্রীলঙ্কাকেও উড়িয়ে দিয়েছেন স্টার্ক-কামিন্সরা। ইংল্যান্ডকে হারালেই সেমিফাইনালের পথ প্রায় পাকা হয়ে যাবে ফিঞ্চদের। গত ম্যাচে রানে ফিরেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এতে অনেকটাই আত্মবিশ্বাস বেড়েছে দলের।

২০ ওভারের ফরম্যাটে মুখোমুখি সাক্ষাৎকারে এখনও এগিয়ে অস্ট্রেলিয়াই। ১৯ বারের সাক্ষাতে ১০ বার জিতেছে অস্ট্রেলিয়া। ৮ বার ইংল্যান্ড।

আরও পড়ুন: T20 World Cup: আসিফের ব্যাটে বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পাকিস্তানের

Next Article