Mohammed Shami: প্রতিটা উইকেট, জয় তোমার জন্য… মহম্মদ সামির আবেগঘন বার্তা

Nov 16, 2024 | 9:46 PM

Ranji Trophy 2024-25, Bengal vs Madhya Pradesh: মরসুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলা। রুদ্ধশ্বাস ম্যাচে মধ্যপ্রদেশকে মাত্র ১১ রানে হারিয়েছে। বল হাতে সাত উইকেট, দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও ঝড় তুলেছেন। বাংলার জয়ে নির্ণায়ক ভূমিকা নিয়েছেন মহম্মদ সামি। সফল প্রত্যাবর্তন, দলের জয়ের পর আবেগঘন পোস্ট ভারতের এই তারকা পেসারের।

Mohammed Shami: প্রতিটা উইকেট, জয় তোমার জন্য... মহম্মদ সামির আবেগঘন বার্তা
Image Credit source: CAB

Follow Us

ঠিক কতদিন পর রঞ্জি ট্রফিতে ফিরেছেন মহম্মদ সামি? কঠিন হিসেব। প্রতিযোগিতা মূলক ক্রিকেটেই ফিরেছেন প্রায় বছরখানেক পর। তাঁর প্রত্যাবর্তনে মরসুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলা। রুদ্ধশ্বাস ম্যাচে মধ্যপ্রদেশকে মাত্র ১১ রানে হারিয়েছে। বল হাতে সাত উইকেট, দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও ঝড় তুলেছেন। বাংলার জয়ে নির্ণায়ক ভূমিকা নিয়েছেন মহম্মদ সামি। সফল প্রত্যাবর্তন, দলের জয়ের পর আবেগঘন পোস্ট ভারতের এই তারকা পেসারের।

গত বছর ওয়ান ডে বিশ্বকাপে শুরু থেকে সুযোগ পাননি। হার্দিকের চোটে সুযোগ। বিশ্বকাপে ফের বিধ্বংসী হয়ে উঠেছিলেন সামি। বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে মাঠের বাইরে। অস্ত্রোপচারও হয়। রিহ্যাব পর্ব দুর্দান্ত চলছিল। প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফেরার জন্য দিন-রাত এক করেছেন। ব্যাটিং-বোলিংও শুরু করেন। ফের ধাক্কা লাগে রিহ্যাব পর্বে নতুন করে চোট পাওয়ায়। আবার সব কিছু শূন্য থেকে শুরু করতে হয়। মধ্যপ্রদেশের বিরুদ্ধেও শেষ মুহূর্তে স্কোয়াডে যোগ করা হয় সামিকে।

মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিন ১০ ওভার বোলিং করেন। ছন্দে দেখায়নি। এত দিন পর ফেরার পর সমস্যা হওয়ারই কথা। দ্বিতীয় দিন ৯ ওভারে চার উইকেট। অবিশ্বাস্য স্পেল। এরপর ব্যাট হাতেও দুর্দান্ত। শেষ দিন জয় ও হারের ব্যবধান ছিল খুব কম। সামির উইকেটেই জয় নিশ্চিত হয়। সব মিলিয়ে ম্যাচে সাত উইকেট। মহম্মদ সামি পোস্ট করেছেন, ‘প্রতিটা উইকেট, প্রতিটা রান এই জয় তোমার জন্য।’

মহম্মদ সামি ভক্তদেরই এই বার্তা দিয়েছিলেন। যাঁরা দীর্ঘ দিন অপেক্ষা করে ছিলেন, সামির মাঠে ফেরার। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই সামির এই আবেগঘন পোস্ট। বর্ডার-গাভাসকর ট্রফি শুরু ২২ নভেম্বর। স্কোয়াডে নেই সামি। তবে প্রতিযোগিতা মূলক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর অস্ট্রেলিয়া সফরে ডাক পাওয়া যেন সময়ের অপেক্ষা।

Next Article
KKR, IPL 2025: পাকিস্তানের বিরুদ্ধে ফাইফার, অকশনের আগে দর বাড়িয়ে নিলেন কেকেআরের টার্গেট!
Sachin Tendulkar: কোন আম্পায়ারের কথা মনে পড়ে? সচিনের প্রশ্নে একটাই নাম…