Ian Botham: মাছ ধরতে গিয়ে যাচ্ছিলেন কুমিরের পেটে! অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইয়ান বোথাম

Nov 08, 2024 | 5:12 PM

মৃত্যু মুখ থেকে ফিরলেন ইয়ান বোথাম (Ian Botham)। তাঁর মাছ ধরার নেশা বহু পুরনো। সম্প্রতি অস্ট্রেলিয়ার ময়লে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ নদীতে পড়ে কুমিরের পেটে যাওয়ার জোগাড় হয়েছিল তাঁর।

Ian Botham: মাছ ধরতে গিয়ে যাচ্ছিলেন কুমিরের পেটে! অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইয়ান বোথাম
মাছ ধরতে গিয়ে যাচ্ছিলেন কুমিরের পেটে! অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইয়ান বোথাম
Image Credit source: X

Follow Us

কলকাতা: দুই বন্ধু গিয়েছেন মাছ ধরতে। সেখানে এক বন্ধু হঠাৎ করে নদীতে পড়ে যান। যে নদীতে মাছ ধরার নেশা মেটাতে গিয়েছিলেন দুই বন্ধু, সেখানে যে কুমির-হাঙরের বাস, তা কি তাঁরা জানতেন? এ কথাগুলো শুনলে অনেকের মনে হতে পারে এ কোনও গল্প। না, এ গল্প নয়। এটা বাস্তবেই ঘটেছে। যে দুই বন্ধু নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, তাঁরা হলেন একজন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। অপর জন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। মৃত্যু মুখ থেকে ফিরলেন ইয়ান বোথাম (Ian Botham)। তাঁর মাছ ধরার নেশা বহু পুরনো। সম্প্রতি অস্ট্রেলিয়ার ময়লে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ নদীতে পড়ে কুমিরের পেটে যাওয়ার জোগাড় হয়েছিল তাঁর। তাঁকে বাঁচিয়ে দেন তাঁরই বন্ধু। কে তিনি?

অস্ট্রেলিয়ার ময়লে নদী কুমির ও হাঙরের জন্য কুখ্যাত। আর সেখানেই ইয়ান বোথাম তাঁর বন্ধুর সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন। আর মাছ ধরে ফেরার সময় নৌকা থেকে জলেও পড়ে যান তিনি। তাঁকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ভ হিউজ। তাঁরা ক্রিকেট খেলার সময় থেকে একে অপরের বন্ধু। দেশ তাঁদের আলাদা ঠিকই। কিন্তু তার জন্য বন্ধুত্বে কোনও ভাটা পড়েনি।

এই খবরটিও পড়ুন

নদীতে পড়ে যাওয়ার ফলে অন্য কোনও ক্ষতি না হলেও শরীরের এদিক ওদিক কেটে গিয়েছে। এই প্রসঙ্গে ইয়ান বোথাম বলেন, ‘কুমিরের পেটে যেতে যেতে আমি বেঁচেছি। যতটা তাড়াতাড়ি জলে পড়েছিলাম আমি, তার থেকেও বেশি তাড়াতাড়ি উঠেও এসেছি। জলের নীচে কয়েক জোড়া চোখ হয়তো আমাকে দেখেছে। তবে ওরা কিছু বুঝে ওঠার আগেই আমি নৌকাতে উঠে পড়েছিলাম। আর এখন আমি ঠিকই আছি। শুটিং বা গলফের থেকে মাছ ধরা আমি বেশি পছন্দ করি। এটা আমার বড় প্যাশান।’

Next Article