IND vs BAN, ICC World Cup: ২৭ বছর পর পুনেতে ফিরল বিশ্বকাপের ম্যাচ, নীল জনস্রোত দেখা শুধু সময়ের অপেক্ষা…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 19, 2023 | 3:19 PM

India vs Bangladesh, ICC ODI World Cup 2023: জয়ের হ্যাটট্রিক করা ভারত আজ, বৃহস্পতিবার পুনেতে নামবে বাংলাদেশের বিরুদ্ধে। জোড়া হারের ধাক্কা সামলে জয়ে ফিরতে কি পারবে সাকিব আল হাসানের বাংলাদেশ? আজই মিলবে উত্তর। রোহিত শর্মার ভারত অবশ্য জয়রথ এগিয়ে নিয়ে যেতে তৈরি। দীর্ঘ ২৭ বছর পর পুনেতে ফিরছে ওডিআই বিশ্বকাপের ম্যাচ। তাই নীল জনস্রোত দেখা শুধু সময়ের অপেক্ষা।

IND vs BAN, ICC World Cup: ২৭ বছর পর পুনেতে ফিরল বিশ্বকাপের ম্যাচ, নীল জনস্রোত দেখা শুধু সময়ের অপেক্ষা...
IND vs BAN, ICC World Cup: ২৭ বছর পর পুনেতে ফিরল বিশ্বকাপের ম্যাচ, নীল জনস্রোত দেখা শুধু সময়ের অপেক্ষা...
Image Credit source: PTI

Follow Us

পুনে: পরিসংখ্যান… পারফরম্যান্স… কোনও কিছুই এই বিশ্বকাপে (ICC World Cup) কোনও দলকে এগিয়ে রাখার জন্য যথেষ্ট নয়। আজ, বৃহস্পতিবার পুনেতে মুখোমুখি দুই পড়শি দেশ, ভারত (India) ও বাংলাদেশ (Bangladesh)। রোহিত শর্মার ভারত বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে। অন্যদিকে হারের হ্যাটট্রিক আটকানোয় ফোকাস বাংলাদেশের। দীর্ঘ ২৭ বছর পর পুনেতে ফিরেছে বিশ্বকাপের ম্যাচ। পুনের গ্যালারিতে নীল জনস্রোত দেখা শুধু সময়ের অপেক্ষা। তবে এই ম্যাচে ওপার বাংলা থেকেও বাংলাদেশের একাধিক সমর্থক নিশ্চিতভাবে হাজির থাকবেন গ্যালারিতে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এর আগে পুনেতে বিশ্বকাপের ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ১৯৮৭ সালে একটি এবং ১৯৯৬ সালে একটি। তার মধ্যে ১৯৮৭ সালের বিশ্বকাপের ম্যাচে কেনিয়াকে ৮ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। ১৯৯৬ সালের বিশ্বকাপে দু’বারের বিশ্ব চ্য়াম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল কেনিয়া। এ বারের ওডিআই বিশ্বকাপের ৫টি ম্যাচ পেয়েছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। হাজার হাজার দর্শক অক্টবরের গরম উপেক্ষা করে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে জড়ো হয়েছেন। আর যা-ই হোক ক্রিকেট মহলে আলোচনা চলছে, এই ম্য়াচে নিশ্চিতভাবে পাকিস্তান ম্যাচের মতো একপেশে সমর্থন পাবে না ভারত। পুনের গ্যালারিতে হয়তো মাঝে মাঝেই সাকিব-লিটনদের নামে ধ্বনি শোনা যাবে। কিন্তু তা হয়তো নীল সমুদ্রকে ছাপিয়ে যেতে পারবে না!

পুনেতে নীল জার্সিধারীদের হাতে হাতে নজর কেড়েছে একাধিক প্ল্যাকার্ড। তার কোনওটায় লেখা, ‘যদি কোহলি ১০০ করে, তা হলে আমি আমার ক্রাশকে প্রপোজ করব।’ অপর এক প্ল্যাকার্ডে লেখা, ‘দুঃখিত আজ নাগিন ডান্স হবে না।’

ভারতের বিরুদ্ধে পুনেতে আজ ওডিআই বিশ্বকাপের ম্যাচে অঘটন ঘটানোর অপেক্ষায় বাংলাদেশ। এর আগে ভারতের সঙ্গে শেষ চার সাক্ষাতের তিনটিতে জিতেছে বাংলাদেশ। অবশ্য এই বিশ্বকাপে কোনও অতীতের পরিসংখ্যান ফ্যাক্টর নয়। সেটা বুঝিয়ে দিয়েছে অন্যান্য দলগুলো।

Next Article