মুম্বই: এ বার ক্রিকেটেও উঠে আসছে ‘নেপোটিজম’এর অভিযোগ! আর তা কিনা খোদ সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলেকে নিয়ে!
আইপিএল ১৪-র নিলামে ২০ লক্ষ টাকায় অর্জুনকে (Arjun Tendulkar ) কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। গত কয়েক বছর ধরেই বাঁহাতি অলরাউন্ডার অর্জুন বেশ নজর কেড়েছেন। বয়সভিত্তিক ভারতীয় টিম ও মুম্বই টিমেও নিয়মিত খেলেছেন। মাসখানেক আগে মুম্বইয়ের সিনিয়র টিমের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খেলেছেন। দুটো ম্যাচ খেলে দুটো উইকেটও পেয়েছেন। তার পরই আইপিএলের নিলামে জায়গা পান সচিনপুত্র। সেই অর্জুনকে নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে, বাবা সচিন তেন্ডুলকর বলেই কি এত সহজে আইপিএলের দুনিয়ায় ঢুকে পড়লেন অর্জুন?
I feel I should say this about #Arjun_Tendulkar. We frequent the same gym & I’ve seen how hard he works on his fitness, seen his focus to be a better cricketer. To throw the word ‘nepotism’ at him is unfair & cruel. Don’t murder his enthusiasm & weigh him down before he’s begun.
— Farhan Akhtar (@FarOutAkhtar) February 20, 2021
অভিনেতা ফারহান আখতার (Farhan Akhtar) কিন্তু অর্জুনের পাশেই দাঁড়িয়েছেন। তিনি বেশ কিছু দিন ধরেই চেনেন অর্জুনকে। সেই অভিজ্ঞতা থেকেই ফারহান বলেছেন, ‘আমি ওকে দীর্ঘদিন চিনি। আমরা একই জিমে নিয়মিত যাই। নিজের ফিটনেসের জন্য ও কী প্রচন্ড পরিশ্রম করে, সেটা আমি দেখেছি। ভালো ক্রিকেটার হওয়ার উপরেই ওর যাবতীয় ফোকাস।’
আরও পড়ুন: ডার্বি জিতেও কৃষ্ণাদের ফোকাসে হায়দরাবাদ ম্যাচ
এই প্রথমবার আইপিএলের দুনিয়ায় ঢুকে পড়লেও অর্জুন গত বছর থেকেই মুম্বইয়ের নেটে নিয়মিত হাজির থাকতেন। যে কারণে বলাই যায়, হঠাত্ করে নয়, অর্জুনের মতো তরুণ ক্রিকেটারের উপর অনেক আগে থেকেই নজর রেখেছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন: বার্ডিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ওসাকা
মুম্বই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন্স জাহির খান বলেছেন, ‘ওর সঙ্গে নেটে আমি প্রচুর সময় কাটিয়েছি। ও খুব পরিশ্রমী ক্রিকেটার। সচিন ছেলে হওয়ার চাপ ওর উপর সব সময় থাকবে। এটা নিয়েই এগোতে হবে ওকে।’
আরও পড়ুন: চ্যালেঞ্জ কঠিন হলেও অসম্ভব নয়: শঙ্করলাল
ফারহান অবশ্য অর্জুনের উপর যাবতীয় অভিযোগ নস্যাত্ করে বলেছেন, ‘নেপোটিজমের মতো শব্দ ওর জন্য ব্যবহার করা ঠিক নয়। খুব খারাপই হচ্ছে। ওর ইচ্ছে, আগ্রহটাকে এ ভাবে খুব করা ঠিক নয়। শুরু করার আগেই যাতে ও শেষ না হয়ে যায়।’