চ্যালেঞ্জ কঠিন হলেও অসম্ভব নয়: শঙ্করলাল

২৩ তারিখ চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ মহমেডান স্পোর্টিংয়ের। ডু অর ডাই পরিস্থিতিতে বাকি দুটো ম্যাচ জিততে মরিয়া শঙ্করলাল চক্রবর্তী

চ্যালেঞ্জ কঠিন হলেও অসম্ভব নয়: শঙ্করলাল
Follow Us:
| Updated on: Feb 20, 2021 | 5:58 PM

কলকাতা: আই লিগে ৮ ম্যাচ গড়িয়ে যাওয়ার পর কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে হোসে হেভিয়াকে। টিডি শঙ্করলাল চক্রবর্তীকে দেওয়া হয়েছে কোচের দায়িত্ব। দেরিতে হলেও অবশেষে টনক নড়েছে সাদা-কালো কর্তাদের। আই লিগে সাত নম্বরে রয়েছে মহমেডান স্পোর্টিং। বাকি আর দুটো ম্যাচ। চেন্নাই সিটি এফসি আর রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে জিততেই হবে সাদা-কালো ব্রিগেডকে। না হলে প্রথম ছয়ে থাকতে পারবেন না পেড্রো মানজি, জন চিডিরা।

২৩ তারিখ চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ মহমেডান স্পোর্টিংয়ের। ডু অর ডাই পরিস্থিতিতে বাকি দুটো ম্যাচ জিততে মরিয়া শঙ্করলাল চক্রবর্তী। শেষ দুটো ম্যাচই হেরেছেন জামাল ভুঁইঞারা। দলের মনোবল তলানিতে। কঠিন পরিস্থিতিও চ্যালেঞ্জ নিচ্ছেন কোচ শঙ্করলাল চক্রবর্তী । টিভি নাইন ডিজিটালকে তিনি বলেন, ‘কঠিন চ্যালেঞ্জ। কিন্তু অসম্ভব নয়। অনেক জায়গায় গলদ রয়েছে। সেই জায়গাগুলোকে শোধরাতে হবে। ভুলভ্রান্তিগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে মেরামত করতে হবে। হাতে সময় কম। ফুটবলারদের সঙ্গে ইতিমধ্যেই দুই দফায় বৈঠক করেছি।’

আরও পড়ুন:বিজয় হাজারেতে নয়া রেকর্ড ‘কিপার’ ইশানের

পরপর দু ম্যাচে হারের পর স্প্যানিশ কোচকে সরিয়ে দেন সাদা-কালো কর্তারা।  ৮ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে অবনমন রাউন্ডে খেলার সামনে দাঁড়িয়ে জন চিডিরা। আই লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে খেলতে হলে প্রথম ছয়ে শেষ করতে হবে। বাকি দুটো ম্যাচ জিতে মহমেডানকে লিগের লড়াইয়ে ফেরানোই লক্ষ্য শঙ্করলাল চক্রবর্তীর।