বার্ডিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ওসাকা
প্রত্যাশা মতো অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন নাওমি ওসাকা।
মেলবোর্ন: কোনও অঘটন নয়। কোনও চমক নয়। প্রত্যাশা মতো অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন নাওমি ওসাকা। টুর্নামেন্টের ২২তম বাছাই জেনিফার বার্ডিকে স্ট্রেট সেটে হারালেন জাপানি তারকা।
✨ Osaka shines in Melbourne once more ✨@naomiosaka is an #AusOpen champion for the second time.#AO2021 pic.twitter.com/LrZCX4XfJ6
— #AusOpen (@AustralianOpen) February 20, 2021
পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ছন্দে ছিলেন ওসাকা। সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন। যে কারণে ফাইনালের হট ফেভারিটও ছিলেন তিনি। বার্ডিকে হারাতে ঘণ্টাখানেক সময় লেগেছে তাঁর। প্রথম সেটটা জিতেছিলেন ৬-৪। দ্বিতীয় সেটেও বার্ডিকে দাঁড়াতে দেননি। ৬-৩ হারিয়ে দেয়।
4-0 in Grand Slam finals ?@naomiosaka | #AusOpen | #AO2021 pic.twitter.com/6eQFXDqmYD
— #AusOpen (@AustralianOpen) February 20, 2021
সব মিলিয়ে চারটে গ্র্যান্ড স্লাম খেতাব জিতলেন ওসাকা। এই নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন। ওসাকা ট্রফি জেতার পর বলেছেন, ‘প্রায় একমাস রয়েছি টিমের সঙ্গে। ওদেরই এই ট্রফিটা উপহার দিতে চেয়েছিলাম। যে কোনও গ্র্যান্ড স্লাম খেলাটাই বিরাট ব্যাপার। সেটা খেলতে নেমে যদি ট্রফিটা জিতি, আরও তৃপ্তি পাই।’
আরও পড়ুন: চ্যালেঞ্জ কঠিন হলেও অসম্ভব নয়: শঙ্করলাল
বিশ্বের দু’নম্বর ওসাকা কিন্তু মুগ্ধ বার্ডিতে। বলেওছেন, ‘কয়েক মাস আগে যখন ইউএস ওপেনের সেমিফাইনালে খেলেছিলাম ওর বিরুদ্ধে, সবাইকে বলেছিলাম, এই মেয়েটা কিন্তু সমস্যায় ফেলবে অন্যদের। সেটাই প্রমাণ হল।’
আরও পড়ুন: বিজয় হাজারেতে নয়া রেকর্ড ‘কিপার’ ইশানের
সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস, মারিয়া শারাপোভা, সিমোনা হালেপদের প্রজন্ম ক্রমশ ফুরিয়ে আসছে। নতুন প্রজন্মের মুখে হিসেবে ওসাকা-বার্ডিরা উঠে আসছেন। মেয়েদের টেনিসে ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছেন ওসাকা। এর আগে দু’বার ইউএস ওপেন জিতেছেন জাপানি প্লেয়ার। অস্ট্রেলিয়ান ওপেনেও নিজের আধিপত্য প্রতিষ্ঠা করছেন ওসাকা।