IPL 2022: কোন তরুণ ক্রিকেটারদের দিকে নজর থাকবে আইপিএলে

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Mar 25, 2022 | 7:15 PM

কোন কোন তরুণ ভারতীয় ক্রিকেটারদের দিকে ফোকাস থাকছে এবারের লিগে, দেখা যাক এই প্রতিবেদনে।

IPL 2022: কোন তরুণ ক্রিকেটারদের দিকে নজর থাকবে আইপিএলে
দশ দলের লড়াইয়ের দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: কাল থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটের বিলিয়ান ডলার লিগ। ক্রিকেট পণ্ডিতরা বলেন আইপিএলে (IPL 2022) তরুণ প্রতিভার জন্ম দেয়। কথাটা একেবারেই ভুল নয়। ইতিহাসের দিকে একবার চোখ রাখুন, কয়েকটা নাম আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া যাক। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), সূর্যকুমার যাদব, যুযবেন্দ্র চাহাল, ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), ঈশান কিষান (Ishan Kishan), ঋতুরাজ গায়কোয়াড়, শার্দূল ঠাকুর, দীপক চাহার, মহম্মদ সিরাজরা আইপিএল থেকেই তারকা হয়ে উঠেছেন। আরও একটা আইপিএল দরজায় কড়া নাড়ছে। এবারও একঝাঁক তরু ক্রিকেটার নিজেদের ভাগ্য পরীক্ষায় মাঠে নামবেন। তারকাদের পাশাপাশি কোন কোন তরুণ ভারতীয় ক্রিকেটারদের দিকে নজর থাকবে এবারের আইপিএলে? এই প্রতিবেদনে সেই দিকেই একবার নজর রাখা যাক।

শাহরুখ খান: লোয়ার মিডল অর্ডারে নেমে বড় শট হাঁকিয়ে ম্যাচ রং যারা বদলে দিতে পারেন তাদের মধ্যেই একজন শাহরুখ খান। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে গত মরসুমে দারুণ পারফর্ম করেছেন এমনটা বলা যাবে না। কিন্তু তিনি কি করতে পারেন সেটা বুঝিয়েছেন শাহরুখ। ধারাটা বজায় ছিল মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতেও। এবার বড় অঙ্কের টাকায় তাঁকে আবার দলে ধরে রেখেছে পঞ্জাব কিংস। এবারের লিগে তাঁর ভালো পারফরম্যান্স টি-২০ বিশ্বকাপে দলে তাঁর দাবি জানাবে।

উমরান মালিক: নেট বোলার হিসেবে আইপিএলের মঞ্চে এসেছিলেন উমরান মালিক। সানরাইজার্স হায়দরাবাদের নেটে তাঁর বলের গতি উইলিয়ামসনদের নজরে আসে। নটরাজন কোভিডের জন্য ছিটকে যেতেই উমরানকে দলে নিয়েছিল অরেঞ্জ আর্মি। মাঠে নেমে গতির ঝড়ে মাত করে দিয়েছিলেন। অন্য দলে তাঁকে যাওয়ার সুযোগ না দিয়ে উমরানকে রিটেইন করে সানরাইজার্স। এবার তাঁর সামনে সুযোগ ভরসার মান রক্ষা করা।

রাজ্যবর্ধন হাঙ্গারেকর: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। চেন্নাই সুপার কিংস বাজি ধরেছে এই তরুণ অলরাউন্ডারের ওপর। সুরাটে চেন্নাইয়ের শিবিরে রাজ্যবর্ধনকে নিয়েই সব থেকে বেশি সময় কাটাতে দেখা গেছে মহেন্দ্র সিং ধোনিকে। মাহি স্যারের ক্লাসে যা শিখেছেন এবার সেটাই আইপিএলের মঞ্চে মেলে ধরার পালা রাজ্যবর্ধনের।

তিলক বর্মা: মাঠে নামার আগেই বিশ্বের অন্যতম সেরা এক ক্রিকেটারের সার্টিফিকেট পেয়েছেন তিলক। মুম্বই ইন্ডিয়ান্স নেটে তিলকের পারফরম্যান্স দেখে কোচ মাহেলা জয়বর্ধনে তাঁকে বিরাট প্রতিভা বলে উল্লেখ্য করেছেন। মুস্তাক আলি ট্রফিতে ২১৫ রান করেছেন ১৪৭.২৬ স্ট্রাইক রেটে। মুম্বই ইন্ডিয়ান্সে তারকাদের ভীড়ে তিনি কতটা সুযোগ পাবেন সেটা বড় প্রশ্ন। তবে রোহিত-পোলার্ডদের সঙ্গে যত সময় কাটাতে পারবেন, ততই যেন নিজেকে আরও পরিণত করে তুলতে পারবেন তিলক।

 

আরও পড়ুন : IPL 2022: এবারের আইপিএলে ফোকাসে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

Next Article
Shane Warne: শেন ওয়ার্নের শেষ মেসেজটা ভুলতে পারছেন না ম্যাক্সওয়েল
IPL 2022: আইপিএলের নিলামে সিঙ্গাপুরের ‘ডেভিডের’ কাছে হার ‘গোলিয়াথ’দের