কলকাতা: বয়স তাঁর ২৪। বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ একদিন তাঁর হাতেই সুরক্ষিত হবে। ভারতীয় ক্রিকেটের প্রিন্স নামেও পরিচিত তিনি। কথা হচ্ছে শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে। আসন্ন শ্রীলঙ্কা সফরে টি-২০ ও ওডিআই দুই সিরিজেই শুভমন সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। কয়েকদিন আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ মেন ইন ব্লুকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সফলও হয়েছেন। এ বার ক্রিকেট মহলে বলাবলি হচ্ছে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের ক্যাপ্টেন হিসেবে গিলকে তৈরি করা হচ্ছে। এরই মাঝে একজন বলে দিলেন, একদিন তিন ফর্ম্যাটেই ক্যাপ্টেন হবে শুভমন গিল। কে করলেন এমন ভবিষ্যদ্বাণী?
শুভমন গিলকে নিয়ে এই ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে বিক্রম বলেছেন, ‘ওকে যখন প্রথম বার নেটে দেখেছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম ও কত প্রতিভাবান। সকলে যেটা বলে, আমিও ওর মধ্যে সেটাই দেখেছিলাম। প্রথম বার নেটে ওকে দেখে মনে হয়েছিল, এই বাচ্চাটা তো সত্যিই অসাধারণ। ও জানে কী ভাবে খেলতে হয়, কোন পরিস্থিতিতে কেমন ব্যাটিং করতে হয়। এবং চ্যালেঞ্জ থেকে কখনও পিছু হটতে নেই।’
২৪ বছর বয়সেই শুভমন গিল নিজেকে তিন ফর্ম্যাটেই প্রমাণ করেছেন। বিশেষ করে ২০২৩ সালটা তাঁর দারুণ কেটেছিল ওডিআইতে। তিনি গত বছর ২৯টি ম্যাচে ১৫৮৪ রান করেছিলেন। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রমের মতে, শুভমন ক্যাপ্টেনের দায়িত্ব পেলে রোহিত ও বিরাটের মতো নিজের সেরাটা তুলে ধরবেন। তাঁর কথায়, ‘আমি মনে করে নেতৃত্বের দায়িত্ব যেমন বিরাট ও রোহিতের থেকে সেরাটা বের করে এনেছিল, শুভমনের ক্ষেত্রেও সেটা হবে। এখনও ও ক্যাপ্টেন হয়নি। কিন্তু নেতৃত্বের কাছাকাছি রয়েছে। আমি নিশ্চিত বাকিদের নেতৃত্ব দিলে বাড়তি দায়িত্বও থাকবে। শুভমনের মতো তরুণ ছেলের কাছে সেটা খুবই ইতিবাচক। আশা করি একদিন ও তিনটে ফর্ম্যাটেই নেতৃত্ব দেবে।’