Jasprit Bumrah ভিডিয়ো: ব্যাটিং নিয়ে ভুল লোককে প্রশ্ন? বুমরা বললেন, ‘গুগল করুন’

Dec 16, 2024 | 10:30 PM

India vs Australia 3rd Test: ভারতের ব্যাটিং ব্যর্থতা জারি ব্রিসবেন টেস্টেও। লোকেশ রাহুলের সঙ্গে ক্রিজে ক্যাপ্টেন রোহিত শর্মা। যশস্বী, শুভমন, বিরাট, ঋষভ পন্থ আউট। সবচেয়ে অস্বস্তি আউটের ধরণ। দিন শেষে বুমরাকে প্রশ্ন করতেই মজার উত্তর।

Jasprit Bumrah ভিডিয়ো: ব্যাটিং নিয়ে ভুল লোককে প্রশ্ন? বুমরা বললেন, গুগল করুন
Image Credit source: X

Follow Us

পারথ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট। জসপ্রীত বুমরার অনবদ্য বোলিংয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ১০৪ রানে অলআউট করে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় ব্যাটিং। যশস্বী ও বিরাট সেঞ্চুরি করেছিলেন। তবে এই সিরিজে যদি ধারাবাহিকতার কথা বলা যায়, লোকেশ রাহুল সেই কাজটা করেছেন। কিছুটা হলেও ধারাবাহিক ব্যাটিং তাঁরই। ভারতের ব্যাটিং ব্যর্থতা জারি ব্রিসবেন টেস্টেও। লোকেশ রাহুলের সঙ্গে ক্রিজে ক্যাপ্টেন রোহিত শর্মা। যশস্বী, শুভমন, বিরাট, ঋষভ পন্থ আউট। সবচেয়ে অস্বস্তি আউটের ধরণ। কেউই ধৈর্য ধরে কিছুটা সময় ক্রিজে কাটাতে পারেননি। দিন শেষে বুমরাকে প্রশ্ন করতেই মজার উত্তর।

এই সিরিজে বুমরা ছাড়া বোলারদের মধ্যেও কেউ ধারাবাহিকতা দেখাতে পারেননি। ব্রিসবেনের প্রথম ইনিংস অবধি হিসেব দেখলে, ভারতীয় পেসাররা সিরিজে মোট ২৭ উইকেট নিয়েছেন। তিনটি উইকেট স্পিনারদের দখলে। এই ২৭টির মধ্যে বুমরা একাই ১৮ উইকেট। বাকিরা মিলে ১৯ উইকেট। জসপ্রীত বুমরা অবশ্য সকলকেই আড়াল করার চেষ্টা করলেন। তেমনই ব্যাটিংয়ের ক্ষেত্রেও। মজা করে বিষয়টি হালকা করার চেষ্টা করলেন।

সাংবাদিক সম্মেলনে বুমরাকে ব্যাটিং নিয়ে প্রশ্ন করেন। তাঁকে বলেন, ‘হাই জসপ্রীত, ভারতের ব্যাটিং নিয়ে আপনার পর্যালোচনা কী। যদিও এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি সেরা ব্যক্তি নন। তবু গাব্বার পরিস্থিতি দেখে আপনার কী মনে হয়?’ বুমরা তাঁকে পাল্টা মজা করে বলেন, ‘খুবই ইন্টেরেস্টিং কোয়েশ্চেন। কিন্তু আপনি আমার ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনার উচিত একবার গুগল করা যে, টেস্ট ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান কে করেছে।’ এরপরই হেসে যোগ করেন, ‘যাই হোক, মজা করলাম। ওটা অন্য গল্প।’

আসলে ইংল্যান্ড সফরে জসপ্রীত বুমরা দুর্দান্ত বোলিং করেছিলেন। বাউন্সারও দিয়েছিলেন ইংল্যান্ড ব্যাটারদের। তিনি ব্যাটিংয়ে আসার পর ইংল্যান্ড পেসাররাও বদলা নিতে চেয়েছিলেন। স্টুয়ার্ট ব্রড অবশ্য বুমরাকে বাউন্সারে ভয় দেখাতে পারেননি। উল্টে সেই ওভারে ৩৬ রান দিয়েছিলেন। বুমরা হুক, পুল শট খেলেছিলেন। বুমরার ব্যাটে সেই ওভারে এসেছিল ২৯ রান। এক্সট্রা মিলিয়ে ৩৫ রান। টেস্টে এক ওভারে সেটি সবচেয়ে বেশি রানের রেকর্ডও। সেটা নিয়েই মজা করেন বুমরা।

Next Article