Kane Williamson: নেটে ফিরলেন কেন উইলিয়ামসন, স্বস্তি অরেঞ্জ আর্মিতেও
কুনুইয়ের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে নিউজিল্যান্ডের (New Zealand) অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। কুনুইয়ের চোটটা কেনের বেশ পুরনো। মাঝে মধ্যেই তা বেশ ভালোই ভোগায় কিউয়ি নেতাকে।
নয়াদিল্লি: কুনুইয়ের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে নিউজিল্যান্ডের (New Zealand) অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। কুনুইয়ের চোটটা কেনের বেশ পুরনো। মাঝে মধ্যেই তা বেশ ভালোই ভোগায় কিউয়ি নেতাকে। তবে নিউজিল্যান্ড শিবিরের পাশাপাশি আইপিএলের (IPL) ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) জন্য রয়েছে একটা সুখবর। সুস্থ হয়ে নেটে ফিরেছেন উইলিয়ামসন। এই কুনুইয়ের চোটের জন্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ চলতি টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তবে সব কিছুর মধ্যে আশা জাগাচ্ছে উইলিয়ামসনের নেটে ফেরাটা।
নিজের ইন্সটাগ্রামে দু’খানা ছবি পোস্ট করে কিউয়ি দলের অধিনায়ক লিখেছেন, “নেটে ফিরে দারুণ লাগছে।” এক ছবিতে দেখা যায় ব্যাট হাতে অ্যাকশন মুডে অরেঞ্জ আর্মির ক্যাপ্টেন। অপর ছবিতে দেখা যায়, হাসি মুখে প্যাড ঠিক করছেন।
View this post on Instagram
চোট সারিয়ে তাড়াতাড়ি মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী ছিলেন উইলিয়ামসন। নিউজিল্য়ান্ডের মাটিতে হওয়া বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলতে পারেননি উইলিয়ামসন। তার পর প্রোটিয়াদের বিরুদ্ধেও খেলা হল না তাঁর। যদিও কিউয়ি কোচ গ্যারি স্টেড জানান, উইলিয়ামসন দেশের হয়ে আবার খেলতে নামার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাঁর শারীরিক অবস্থা ও টেস্ট ক্রিকেটের ধকলের কথা মাথায় রেখে তাঁকে বিশ্রাম নেওয়ার কথা বলেছে। দেশের হয়ে না খেলতে পারার পাশাপাশি আইপিএলেও চোটের কারণে বেশ কয়েকটা ম্যাচে খেলতে পারেননি তিনি। তা সত্ত্বেও এ বারের আইপিএলের মেগা নিলামের আগই উইলিয়ামসনকে রিটেইন করে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ। আশা করা হচ্ছে চোট সারিয়ে পুরো ফিট হয়ে এই মরসুমের আইপিএলে খেলতে দেখা যাবে উইলিয়ামসনকে।
আরও পড়ুন: India vs West Indies: শেষ টি-২০-তে বিরাট-ঋষভের না থাকাটা শাপে বর হতে পারে এই দুই ক্রিকেটারের জন্য