GT, IPL 2023 : শেষবেলায় হঠাৎই বদলে যাচ্ছে হার্দিকদের জার্সি, কিন্তু কেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 12, 2023 | 8:30 AM

IPL 2023 : আইপিএলের গ্রুপ পর্বে আর ৩টি ম্যাচ বাকি রয়েছে গুজরাটের। টাইটান্সদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ মে তাদের ঘরের মাঠে শেষ ম্যাচে গাঢ় নীল জার্সির জায়গায় অন্য রংয়ের জার্সি পরে খেলবেন ঋদ্ধিমান সাহা-শুভমন গিলরা।

GT, IPL 2023 : শেষবেলায় হঠাৎই বদলে যাচ্ছে হার্দিকদের জার্সি, কিন্তু কেন?
শেষবেলায় হঠাৎই বদলে যাচ্ছে হার্দিকদের জার্সি, কিন্তু কেন?
Image Credit source: IPL Website

Follow Us

আমেদাবাদ : ২০২২ সালের আইপিএলে আত্মপ্রকাশ হয় ২ নতুন দলের। গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। আইপিএলে ডেবিউ করেই চ্যাম্পিয়ন হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স (Gujarat Titans)। চলতি আইপিএলে (IPL 2023) দারুণ ছন্দে রয়েছে টাইটান্সরা। এই প্রথম বার জার্সি বদল করে মাঠে নামবে হার্দিকের দল। এখনও অবধি ১৬তম আইপিএলে ১১টি ম্যাচে খেলে ৮টিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আজ গুজরাটের অ্যাওয়ে ম্যাচ রয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার দলের বিরুদ্ধে নামবেন হার্দিকরা। আইপিএলের গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। আর ৩টি ম্যাচ বাকি রয়েছে গুজরাটের। টাইটান্সদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ মে তাদের ঘরের মাঠে শেষ ম্যাচে গাঢ় নীল জার্সির জায়গায় ল্যাভেন্ডার রংয়ের জার্সি পরে খেলবেন ঋদ্ধিমান সাহা-শুভমন গিলরা। আরসিবি প্রতি বছর একটি ম্যাচে ‘গো গ্রিন’ উদ্যোগের জন্য সবুজ জার্সি পরে। গুজরাটের ল্যাভেন্ডার জার্সি পরে মাঠে নামার কারণ কী জানেন? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

একাধিক রং থাকতে কেন হার্দিকরা ল্যাভেন্ডার রংটি জার্সির জন্য বেছে নিয়েছেন?

সব ধরণের ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে এই ল্যাভেন্ডার রংয়ের জার্সি পরতে চলেছে গুজরাট। আসলে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের পাশে থাকা ও সচেতনতার বার্তা দিতেই গুজরাট শিবির এই উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি ল্যাভেন্ডার জার্সি পরার মাধ্যমে, গুজরাট টাইটান্স ক্যান্সারের প্রাথমিক সনাক্তকরণ এবং প্রতিরোধ গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে।

গুজরাট টাইটান্সের সিওও কর্নেল অরবিন্দর সিং বলেন, “ক্যান্সার বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটায় এবং রোগী ও তাদের পরিবারের উপর বিধ্বংসী প্রভাব ফেলে। আমরা ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে চাই। এই বিষয়ে আমাদের কিছু করতে পেরে খুশি। আমাদের দল ইতিবাচক পরিবর্তন আনতে এবং ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রসঙ্গত, ১৫ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লিগ পর্বে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিজেদের শেষ হোম ম্যাচে খেলবে গুজরাট টাইটান্স।তারপর ২১ মে চিন্নাস্বামীতে আরসবিরি বিরুদ্ধে লিগ পর্বের যাত্রা শেষ করবে গুজরাট।

গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, “ক্যান্সারের সঙ্গে ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের লড়াই চলছে। একটি দল হিসেবে আমরা এই মারাত্মক রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে দায়বদ্ধ। ল্যাভেন্ডার জার্সি পরে আমরা ক্যান্সারের রোগী, এই রোগে জয়ী হওয়া এবং তাঁদের পরিবারের প্রতি আমাদের সংহতি দেখাতে চাইছি। আমরা আশা করি আমাদের পদক্ষেপ অন্যদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে এবং যারা এই যুদ্ধে লড়ছে তাদের সমর্থন করবে ও অনুপ্রাণিত করবে।”

Next Article