IPL 2023 Purple Cap: আইপিএলের সর্বাধিক উইকেটশিকারী, কেকেআরকে হারিয়ে পার্পল ক্যাপ যুজির মাথায়

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 12, 2023 | 8:40 AM

IPL 2023: চলতি আইপিএলে এখনও অবধি ৫৬টি ম্যাচ হয়েছে। জেনে নিন এ বারের পার্পল ক্যাপের প্রবল দাবিদার কারা।

IPL 2023 Purple Cap: আইপিএলের সর্বাধিক উইকেটশিকারী, কেকেআরকে হারিয়ে পার্পল ক্যাপ যুজির মাথায়

Follow Us

কলকাতা: ইডেনে ইতিহাস গড়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ডোয়েন ব্র্যাভোকে টপকে আইপিএলে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই আইপিএল অভিষেক হয়েছিল যুজবেন্দ্র চাহালের। সেই একই দলের বিরুদ্ধে রেকর্ড গড়লেন যুজি। ১৪৩ তম ম্যাচে তাঁর উইকেট সংখ্যা এখন ১৮৪। আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্স মাতিয়ে দিয়েছিলেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার (IPL 2023)। ৪টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় সবার শীর্ষে জায়গা দখল করেছেন যুজি। তাঁর উইকেট সংখ্যা এখন ২১। মহম্মদ সামিকে দ্বিতীয় স্থানে ঠেলে ব্যবধানও বাড়িয়ে নিয়েছেন। বৃহস্পতিবার ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ। কেকেআরকে তাদেরই ডেরায় এসে রাজস্থান হারিয়ে দেওয়ার পর পার্পল ক্যাপের তালিকায় কতটা পরিবর্তন এল? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কোন প্লেয়াররা রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে…

১) ছয় নম্বর থেকে সোজা ১ নম্বরে। বেগুনি টুপি দখলের লড়াইয়ে শীর্ষে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। এখনও অবধি ১২টি ম্যাচে ৪৪.৫ ওভার বল করে ৩৫৫ রান খরচ করে তিনি নিয়েছেন ২১টি উইকেট।

২) পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন গুজরাট টাইটান্সের মহম্মদ সামি। চলতি আইপিএলে তিনি ১২টি ম্যাচে খেলে ৪৩ ওভার বল করে ৩১১ রান দিয়ে ১৯টি উইকেট নিয়েছেন।

৩) বেগুনি টুপির লড়াইয়ে তৃতীয় স্থানে রয়েছেন গত আইপিএলের চ্যাম্পিয়ন দলের সদস্য রশিদ খান। চলতি আইপিএলে রশিদ এখনও অবধি ১১টি ম্যাচে খেলে মোট ৪৪ ওভার বল করে ৩৫৬ রান দিয়ে ১৯টি উইকেট নিয়েছেন।

৪) এই তালিকায় চার নম্বরে রয়েছেন সিএসকের তুষার দেশপান্ডে। এখনও অবধি তিনি এ বারের আইপিএলে ১২টি ম্যাচে খেলে ১৯টি উইকেট নিয়েছেন। ৪১.২ ওভার বল করে ৪১৪ রান খরচ করেছেন তিনি।

৫) পার্পল ক্যাপের লড়াইয়ে পাঁচ নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের পীযুষ চাওলা। এখনও অবধি তিনি ১১টি ম্যাচে ৪৩ ওভার বল করে ৩২১ রান দিয়ে নিয়েছেন ১৭টি উইকেট।

৬) ৫ নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী এখনও অবধি তিনি ১২টি ম্যাচে খেলে তিনি ৪৪.৪ ওভার বল করে ৩৫৫ রান দিয়ে ১৭টি উইকেট নিয়েছেন।

৭) সিএসকের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও এই তালিকায় রয়েছেন। ৭ নম্বরে থাকা জাড্ডু এখনও অবধি ১২ ম্যাচে খেলে ৪৩ ওভার বল করে ৩০৭ রান দিয়ে ১৬টি উইকেট নিয়েছেন।

৮) পঞ্জাব কিংসের অর্শদীপ সিংয়ের উইকেট সংখ্যাও ১৬টি। ১১ ম্যাচে ৪০.৫ ওভারে ৪০০ রান দিয়ে ১৬টি উইকেট সংগ্রহ করেছেন পঞ্জাব কিংসের তরুণ পেসার। তিনি রয়েছেন পার্পল ক্যাপের দৌড়ে ৮ নম্বরে।

৯) আরসিবির মহম্মদ সিরাজ এই তালিকার ৯ নম্বরে রয়েছেন। এখনও অবধি ১৬তম আইপিএলে ১১টি ম্যাচে খেলে ৪০ ওভারে ৩১৭ রান খরচ করে ১৫টি উইকেট নিয়েছেন সিরাজ।

১০) এই তালিকায় ১০ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের রবিচন্দ্রন অশ্বিন। এখনও অবধি তিনি ১২টি ম্যাচে খেলে ৪৫ ওভার বল করে ৩৩৫ রান দিয়ে ১৪টি উইকেট নিয়েছেন।

Next Article