AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: জন্মদিনের কেক কাটছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সামনে হাজির ‘বাটার’

Happy Birthday Sourav Ganguly: শুভেচ্ছার বন্যায় ভেসে যায় সোশ্যাল মিডিয়া। ঘুরে ফিরে আসে সৌরভের নানা দুর্দান্ত মুহূর্তের ছবি। বিশেষ করে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সেই জার্সি ওড়ানোর মুহূর্ত। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে কী ভাবে জন্মদিন পালন করছেন?

Sourav Ganguly: জন্মদিনের কেক কাটছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সামনে হাজির 'বাটার'
Image Credit: ScreenGrab
| Edited By: | Updated on: Jul 08, 2025 | 2:31 PM
Share

ভারতীয় ক্রিকেটে আজ স্পেশাল দিন। দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। ক্রিকেট প্রেমীদের কাছে এই দিনটা বাড়তি গুরুত্ব রাখে। দেশজুড়েই ক্রিকেট প্রেমীরা জন্মদিন পালন করেন। শুভেচ্ছার বন্যায় ভেসে যায় সোশ্যাল মিডিয়া। ঘুরে ফিরে আসে সৌরভের নানা দুর্দান্ত মুহূর্তের ছবি। বিশেষ করে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সেই জার্সি ওড়ানোর মুহূর্ত। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে কী ভাবে জন্মদিন পালন করছেন? তারই ঝলক তুলে ধরা হল।

ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এজবাস্টনে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুভমন গিলের স্পেশাল ইনিংসের সাক্ষী ছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। গত বার জন্মদিন পালন করেছিলেন লন্ডনেই। সেখানেও তাঁর বাড়ি রয়েছে। এ বার অবশ্য বেশ কয়েক ভাগে কেক কাটা হল। ইংল্যান্ড থেকে ফেরার পথে দুবাই বিমানবন্দরে কেক কাটা হয়। সঙ্গে ডোনা এবং কাছের বন্ধুরা ছিলেন সৌরভের সঙ্গে।

এখানেই শেষ নয়। বেহালায় মহারাজের বাড়িতেও জন্মদিন পালন হল। খুদে ভক্তরাও হাজির হয়েছিলেন। সৌরভ তাদের সামনেই কেক কাটেন। খুদে ভক্তদের সঙ্গে কথা বলেন। তাদের ভালো খেলার পরামর্শ দেন। বাড়িতে সৌরভের কেক কাটার সময়ই হাজির বাটার। সৌরভের পোষ্য রয়েছে। এর মধ্যে রয়েছে ‘বাটার’। কেক কাটার মুহূর্তে উচ্ছ্বাসে ভাসছে সেও। সৌরভের জীবনে জন্মদিনের এই মুহূর্ত বারবার ফিরে আসুক, ভারতীয় ক্রিকেট প্রেমীদের সেটাই প্রার্থনা।

Sourav Ganguly Cake Cutting Inside