AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harbhajan Singh: আজকাল কি… ধোনির সঙ্গে রিজওয়ানের তুলনা শুনে রেগে কাঁই ভাজ্জি

কয়েক দিন আগে হরভজন পাকিস্তানের এক লাইভ শো-তে বলেছিলেন, সে দেশে যদি ভারতের ক্রিকেটাররা নিরাপদ না থাকেন, তা হলে তাঁদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাঠানো হবে না। এ বার সে দেশের এক সাংবাদিককে ধুয়ে দিলেন হরভজন। কারণ, তিনি প্রশ্ন রেখেছিলেন ধোনি নাকি রিজওয়ান, কে সেরা?

Harbhajan Singh: আজকাল কি... ধোনির সঙ্গে রিজওয়ানের তুলনা শুনে রেগে কাঁই ভাজ্জি
Harbhajan Singh: আজকাল কি... ধোনির সঙ্গে রিজওয়ানের তুলনা শুনে রেগে কাঁই ভাজ্জি
Follow Us:
| Updated on: Jul 20, 2024 | 5:19 PM

কলকাতা: পাকিস্তানের লাইভ শো হোক বা সে দেশের সাংবাদিক, কাউকেই ছেড়ে কথা বলছেন না ভারতীয় প্রাক্তন স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। কয়েক দিন আগে হরভজন পাকিস্তানের এক লাইভ শো-তে বলেছিলেন, সে দেশে যদি ভারতের ক্রিকেটাররা নিরাপদ না থাকেন, তা হলে তাঁদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাঠানো হবে না। প্রয়োজন হলে ভারতকে ছাড়া পাকিস্তান সেই টুর্নামেন্টে খেলুক। পাকিস্তানকে ছাড়া ভারতীয় ক্রিকেট এমনিও বাঁচবে। ভাজ্জির এই মন্তব্য ঘিরে ওয়াঘার ওপারে উত্তাপ ছড়িয়েছিল। এ বার সে দেশের এক সাংবাদিককে ধুয়ে দিলেন হরভজন। কারণ, তিনি প্রশ্ন রেখেছিলেন ধোনি নাকি রিজওয়ান, কে সেরা?

সোশ্যাল মিডিয়া সাইট X এ পাক সাংবাদিক ফরিদ খান (এই নামেই X অ্যাকাউন্ট রয়েছে) একটি ধোনি ও একটি রিজওয়ানের ছবি শেয়ার করেন। সেখানে লেখেন, ‘মহেন্দ্র সিং ধোনি নাকি মহম্মদ রিজওয়ান? কে বেশি ভালো? আমাকে সততার সঙ্গে বলুন।’ তাঁর ওই পোস্টটি নজর এড়ায়নি হরভজনের। ওই X বার্তার পাল্টা হরভজন সিং লেখেন, ‘আজকাল কী স্মোক করছেন? এটা একটা বোকার মতো প্রশ্ন। সকলে ওকে বলো। রিজওয়ানের থেকে ধোনি অনেক এগিয়ে রয়েছে। যদি তুমি রিজওয়ানকে প্রশ্ন করে, তা হলে ও এটার সত্যিকার উত্তর দেবে। আমার রিজওয়ানকে ভালো লাগে। ও ভালো প্লেয়ার। কিন্তু ধোনির সঙ্গে ওর তুলনা করাই ভুল। ক্রিকেট বিশ্বে ধোনি এখনও এক নম্বরেই। স্টাম্পের পিছনে ওর থেকে ভালো আর কেউ নেই।’

ভাজ্জির ওই পোস্টে প্রচুর X ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, ওই পাক সাংবাদিক ইচ্ছে করে নিজের প্রোফাইলের রিচ বাড়ানোর জন্য এই পন্থা অবলম্বন করেছেন। একজন লিখেছেন, ‘পাজি ওকে রিপ্লাই দেবেন না। ও পাত্তা পাওয়ার জন্য এ সব লিখেছে।’ অপর একজন লিখেছেন, ‘আরে পাজি ওকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। ও নিজের প্রোফাইলের রিচ বাড়ানোর জন্য এই পোস্ট করেছে। তাতে আপনি রিপ্লাই দিয়ে, ওর উদ্দেশ্য পূরণ করছেন।’