Hardik Pandya: ভিডিয়ো: বিন্দাস হার্দিক পান্ডিয়া, সুন্দরীদের সঙ্গে নাচ থামিয়ে আরও ২টো টাকিলা শট…

Watch Video: সোশ্যাল মিডিয়ায় খুললেই এখন ঘুরছে অম্বানিদের বিয়ের অনুষ্ঠানের নানা ভিডিয়ো। কখনও দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়া নাচ করছেন বলি ডিভাদের সঙ্গে। আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হার্দিকের টাকিলা চাওয়ার ভিডিয়োও।

Hardik Pandya: ভিডিয়ো: বিন্দাস হার্দিক পান্ডিয়া, সুন্দরীদের সঙ্গে নাচ থামিয়ে আরও ২টো টাকিলা শট...
ভিডিয়ো: বিন্দাস হার্দিক পান্ডিয়া, সুন্দরীদের সঙ্গে নাচ থামিয়ে আরও ২টো টাকিলা শট...Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 13, 2024 | 11:18 AM

কলকাতা: এক্কেবারে বিন্দাস মুডে রয়েছেন ভারতের বিশ্বজয়ী অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সামনেই শ্রীলঙ্কা সিরিজ। তার আগে ক্রিকেট থেকে বিরতি পেয়েছেন হার্দিক। বিশ্বকাপে ভালো সময় কাটিয়েছিলেন তিনি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম আলোচনা চলছে না। নাতাশার সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন যেন হট টপিক। তার মাঝে নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করছেন হার্দিক পান্ডিয়া। শুক্রবার ছিল মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চাঁদের হাট বসেছিল। সোশ্যাল মিডিয়ায় খুললেই এখন ঘুরছে অম্বানিদের বিয়ের অনুষ্ঠানের নানা ভিডিয়ো। কখনও দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়া নাচ করছেন বলি ডিভাদের সঙ্গে। আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হার্দিকের টাকিলা চাওয়ার ভিডিয়োও।

অম্বানিদের বিয়ের অনুষ্ঠানে হার্দিককে একাই যেতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে যাননি স্ত্রী নাতাশা স্তানকোভিচ। যে কারণে, তাঁদের বিচ্ছেদের গুঞ্জন আরও জোরাল হচ্ছে। সামনে ভারতীয় টিমের লম্বা ক্রিকেট সূচি। তার আগে দ্বিতীয় পরিবারের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্সের সুবাদে অম্বানি পরিবার হার্দিকের দ্বিতীয় পরিবার হয়ে উঠেছে। তিনি এ বার ক্রিকেটে ফেরার আগে নিজেকে তরতাজা রাখার চেষ্টা করছেন। একেবারে রকস্টার মোডে চলে গিয়েছেন তিনি। রাধিকা-অনন্তের বিয়ের অনুষ্ঠানে তিনি জমিয়ে নাচ করেছেন।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে হার্দিক পান্ডিয়াকে দেখা গিয়েছে বলিউডের তারকা অনন্যা পান্ডের সঙ্গে জমিয়ে নাচতে। কখনও আবার তাঁকে দেখা গিয়েছে বলিউডের এনার্জেটিক স্টার রনবীর সিংয়ের সঙ্গে নাচ করতে। এখানেই শেষ নয়। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, কারও থেকে আরও ২টো টাকিলা শট চাইছেন হার্দিক। বোঝাই যাচ্ছে তিনি অম্বানিদের বিয়ের অনুষ্ঠানে জমিয়ে মজা করেছেন। নেটিজ়েনদের অনেকেই বলাবলি করছেন, ‘এই পুরনো হার্দিককেই তো আমরা দেখতে চাইছিলাম।’

এক ঝলকে দেখুন হার্দিক পান্ডিয়ার টাকিলা শট চাওয়ার ভিডিয়ো—