আইপিএলের পারফরম্যান্স দেখে বিশ্বকাপের দল বেছে নেওয়া হবে। বোর্ড আগেই এমন বার্তা দিয়েছিল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে খুব বেশি ম্যাচ ছিল না ভারতের। সব ক্ষেত্রে ফুল টিমও পাওয়া যায়নি। ফলে পারফরম্যান্স বিচার করার মতো কিংবা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো বেশ কয়েক জন সিনিয়র প্লেয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে দেশের জার্সিতে খেলেননি। জুনে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ মাসের শেষ দিকেই বিশ্বকাপের দল বেছে নেওয়ার কথা। তার আগে তরুণ ক্রিকেটারদের বোর্ডের বার্তা! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওয়ান ডে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। বিরাট, রোহিত ভালো পারফর্ম করেছেন। তেমনই টি-টোয়েন্টি সিরিজগুলিতে একঝাঁক তরুণ প্লেয়ার অনবদ্য খেলেছেন। সব মিলিয়ে মিশিয়ে দল গড়া হবে! নাকি শুধু তরুণদেরই প্রাধান্য দেওয়া হবে? একটা বড় ধোঁয়াশা হার্দিক পান্ডিয়াকে নিয়ে। ওয়ান ডে বিশ্বকাপে ভারতের চতুর্থ ম্যাচেই ছিটকে গিয়েছিলেন হার্দিক। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন।
হারের হ্যাটট্রিক দিয়ে এ বারের আইপিএল অভিযান শুরু হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। অবশেষে গত ম্যাচে জয়ের রাস্তায় ফিরেছেন হার্দিকরা। ক্যাপ্টেনের পারফরম্যান্স কিন্তু ভরসা দিতে পারেনি। ক্যাপ্টেন্সি হোক, বোলিং বা ব্যাটিং। গত ম্যাচে একটা জরুরি পার্টনারশিপ গড়লেও মন্থর ইনিংস খেলেছেন হার্দিক। তাঁর কাছ থেকে যা প্রত্যাশিত নয়। বোর্ডের দল নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরকে বিশেষ বার্তা দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ।
গত মরসুমের মতো এ বারের আইপিএলেও চোখ ধাঁধানো পারফরম্যান্স করছেন শিবম দুবে। পেস বোলিং অলরাউন্ডার। বোলিংয়ে তাঁকে সে ভাবে ব্যবহার করা হচ্ছে না। তবে ব্য়াটিংয়ে তাক লাগিয়ে দিয়েছেন সিএসকের এই অলরাউন্ডার। শিবম দুবেকে বিশ্বকাপের স্কোয়াডেই শুধু নয়, একাদশেও যাতে জায়গা পায়, আগরকরকে সেই বার্তাই দিয়েছেন প্রসাদ। শুধু তাই নয়, সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিংয়ের ক্ষেত্রেও একই বার্তা। সূত্রের খবর, বোর্ডের ভাবনাও এমনই। সে কারণে রিঙ্কুদেরও রেডি থাকার বার্তা দেওয়া হয়েছে বলে খবর।
Shivam Dube for his striking ability against spinners, Surya for being the best T20 international batter and Rinku Singh for his exceptional finishing ability. It will be great if India finds a way to have these 3 in the 11 in the T20 WC. With Virat and Rohit , this will leave…
— Venkatesh Prasad (@venkateshprasad) April 8, 2024
শিবম আইপিএলে বোলিং না করলেও দেশের হয়ে শেষ সিরিজে এবং রঞ্জি ট্রফিতে বোলিং করেছেন। সাফল্যও পেয়েছেন। তেমনই দেশের জার্সিতে সীমিত সুযোগে ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন রিঙ্কু সিং। স্কাই আইপিএল প্রত্যাবর্তন ম্যাচে রান না পেলেও দেশের হয়ে শেষ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। তাঁর রান পাওয়া যে সময়ের অপেক্ষা, বলাই যায়। হার্দিক পান্ডিয়ার ভাবনা সরিয়ে বরং এই তরুণদের দিকেই ফোকাস করার বার্তা প্রসাদের।