India vs South Africa T20 2024: অর্শদীপকে ‘টেস্ট’ ইনিংস দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া!
IND vs SA T20I 2024, Hardik Pandya: পরের ওভারে আর এক ওপেনার অভিষেক শর্মারও উইকেট হারায় ভারত। চতুর্থ ওভারে ফেরেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও। পাওয়ার প্লে-তেই তিন উইকেট। শেষ অবধি মাত্র ১২৪ রান করে ভারত। স্লগ ওভার সমস্যা মিটেও মেটেনি! এরই মাঝে অর্শদীপকে 'টেস্ট' ইনিংস দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া!
জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছিল ভারত। ডারবানে প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের বিশাল ব্যবধানে জয়। সেঞ্চুরিতে মাতিয়েছিলেন সঞ্জু স্যামসন। নিয়মিত ওপেন করার সুযোগ পেয়ে পরপর দুর্দান্ত পারফরম্যান্স। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য তাঁর ব্যাট চলেনি। প্রথম ওভারেই আউট সঞ্জু। পরের ওভারে আর এক ওপেনার অভিষেক শর্মারও উইকেট হারায় ভারত। চতুর্থ ওভারে ফেরেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও। পাওয়ার প্লে-তেই তিন উইকেট। শেষ অবধি মাত্র ১২৪ রান করে ভারত। স্লগ ওভার সমস্যা মিটেও মেটেনি! এরই মাঝে অর্শদীপকে ‘টেস্ট’ ইনিংস দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া!
বেরহায় দ্বিতীয় টি-টোয়েন্টিতেও প্রথমে ব্যাট করেছে ভারত। পরপর উইকেট হারিয়ে প্রবল চাপ তৈরি হয়। বোর্ডে ১০০ রান তোলা যাবে কিনা, তা নিয়েই আশঙ্কা তৈরি হয়। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ৩৯ রানে ১২৪ অবধি পৌঁছয় ভারত। এর মধ্যেই অবশ্য হার্দিকের হতাশার রেকর্ড। ৪৫ বলে ৩৯ রান করেছেন হার্দিক। ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে অন্তত ৪০ বল খেলার পর সবচেয়ে খারাপ স্ট্রাইকরেটের রেকর্ড গড়েন হার্দিক। ব্যাটিং পার্টনারের উপর ভরসা না করাও হতাশার।
একটা সময় ৩৫ বলে ৩৩ রানে ব্যাট করছিলেন হার্দিক। স্লগ ওভারে তাঁর ব্যাটে ঝড় দেখার প্রত্যাশা ছিল। যদিও ১৯তম ওভারে কোনও বাউন্ডারিই আসেনি। অর্শদীপ সিং একটি ছয় মেরেছিলেন। হার্দিককে স্ট্রাইক দেন। স্টাম্প মাইকে বলতে শোনা যায়, উল্টোদিক থেকে ব্যাটিং উপভোগ করার কথা। কিন্তু টানা আটটি ডট বলও হয় হার্দিকের সৌজন্যে। বাউন্ডারি আসছিল না। সিঙ্গল নেওয়ার সুযোগ থাকলেও অর্শদীপকে ভরসা করে স্ট্রাইক দেননি হার্দিক। নয়তো স্কোরবোর্ডে আরও কয়েকটা রান যোগ করতে পারত ভারত। ফেস করা শেষ ১০ বলে মাত্র ৬ রান করেছিলেন হার্দিক।
Hardik after saying “enjoy from other end” to Arshdeep after he took a single on 18.2 overs, 0 0 0 1B 0 0 0 0 2 4 😭😭 pic.twitter.com/BkfDTwW0xD
— Sharma_bharat🇮🇳 (@Bharat_Sh75) November 10, 2024