কলকাতা: বার্বাডোজে রোহিত শর্মারা এ বছর যা করেছেন, সেটা কি মরুশহরে করতে পারবেন হরমনপ্রীত কৌররা? কোটি কোটি ভারতবাসী চাইছেন হোক সেটাই। ভারতের মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরও সেটাই চাইছেন। সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হয়েছে এ বছরের মহিলাদের টি-২০ বিশ্বকাপ। ১০টা টিম অংশ নিয়েছে আইসিসির এই মেগা টুর্নামেন্টে। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে টিম ইন্ডিয়া আগামিকাল টি-২০ বিশ্বকাপ সফর শুরু করবে। আইসিসি মেয়েদের টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়েছে আজ, ৩ অক্টোবর। কিউয়িদের বিরুদ্ধে ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধে ৭.৩০ মিনিটে শুরু হবে স্মৃতি-রিচাদের ম্যাচ। তার আগে টিমের অন্দরের খবর জানালেন ভারতের ক্যাপ্টেন।
টাইমস অব ইন্ডিয়া ডট কমকে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হরমনপ্রীত কৌরকে প্রশ্ন করা হয়, ভারতীয় পুরুষ ক্রিকেট টিম বিশ্বকাপ জিতেছে। এ বার মেয়েদের টিম কি পারবে ট্রফি হাতে তুলতে? উত্তরে ভারত অধিনায়ক বলেন, ‘এটা বলে তোমরা তো চাপে ফেলে দিচ্ছো (হাসতে হাসতে বলেন)। আমরা ভীষণ উত্তেজিত এবং নিজেদের সেরাটা তুলে ধরতে চাই। আমাদের দলের সকলে খুব ভালো ভাবে প্রস্তুতি নিয়েছে এই বড় টুর্নামেন্টের জন্য। আমরা প্রস্তুতিতে কোনও খামতি রাখিনি। দলের সকলে বেশ পজিটিভ এবং আমিও আত্মবিশ্বাসী আমরা এ বার পারব।’
এরপর হরমনপ্রীতকে জিজ্ঞাসা করা হয়, রোহিত বার্বাডোজে যা করেছিলেন, সেটাই তাঁর থেকে আশা করা যায় কিনা? উত্তরে হরমনপ্রীত বলেন, ‘হ্যাঁ, আমিও আশাবাদী। আমাদের লক্ষ্য বিশ্বকাপ জয়। আমরা তৈরি। এ বার মাঠে নেমে নিজেদের সেরাটা তুলে ধরার পালা। আমরা ড্রেসিংরুমে সব সময় আলোচনা করি, যে আমরা দারুণ সুযোগ পাচ্ছি। দলের সদস্যদের একটাই কথা বলি আমি, যাও নিজের খেলাটা খেলো আর উপভোগ করো।’
এই বিশ্বকাপে ভারতের দুই মূল প্লেয়ার হতে পারেন কারা? উত্তরে হরমনপ্রীত বলেন, ‘যদি অধিনায়ক হিসেবে আমাকে জিজ্ঞাসা করেন, তা হলে বলব দলের প্রত্যেকে আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। মাঠে সকলের আলাদা আলাদা ভূমিকা রয়েছে। আর আমি জানি কে, কী করতে পারে। তাই আমার জন্য প্রত্যেক প্লেয়ার গুরুত্বপূর্ণ। সকলকে দায়িত্ব নিতে হবে এবং আমাদের ম্যাচ জেতাতে হবে।’