IPL 2021: ‘নেতা বিরাটকে মিস করব’, বললেন হর্ষল

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 12, 2021 | 1:02 PM

নেতা বিরাটের (Virat Kohli) প্রশংসা করেন হর্ষল (Harshal Patel) বলেন, 'ক্যাপ্টেন্সি দু'ধরণের হয়। অধিনায়ক আর নেতা। বিরাট একজন নেতা। ও নামের পাশে কখনও অধিনায়কের তকমা লাগাতে চায়নি। ও যা করেছে তা একজন নেতার থেকে কোনও অংশে কম নয়।'

IPL 2021: নেতা বিরাটকে মিস করব, বললেন হর্ষল
হর্ষল প্যাটেল। ছবি: টুইটার

Follow Us

শারজা: আইপিএলে (IPL) এক মরসুমে ৩২ উইকেট নিয়ে ডোয়েন ব্র্যাভোর (Dwayne Bravo) রেকর্ড স্পর্শ করলেন হর্ষল প্যাটেল (Harshal Patel)। এলিমিনেটরের ম্যাচের আগে ব্র্যাভোর রেকর্ড থেকে ২ উইকেট দূরে ছিলেন আরসিবির পেসার। নাইটদের বিরুদ্ধে হর্ষলের ঝুলিতে ২ উইকেট এলেও আরসিবির (Royal Challengers Bangalore) জেতা হল না। মর্গ্যানদের (Eoin Morgan) কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গিয়েছে বেঙ্গালোর।

কীর্তির দিনেও সেলিব্রেশন করতে পারলেন না হর্ষল। তবে দল হেরে বিদায় নিলেও ক্যাপ্টেন কোহলির প্রশংসায় আরসিবির পেসার। নাইটদের কাছে ম্যাচ হারের সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন কোহলির অভিযানও শেষ হল। আইপিএলে আরসিবির হয়ে আর ক্যাপ্টেন্সি করবেন না বিরাট। এটাই ছিল অধিনায়ক হিসেবে তাঁর শেষ আইপিএল। ক্যাপ্টেন কোহলিকে মিস করবেন হর্ষলও।

নেতা বিরাটের (Virat Kohli) প্রশংসা করেন হর্ষল (Harshal Patel) বলেন, ‘ক্যাপ্টেন্সি দু’ধরণের হয়। অধিনায়ক আর নেতা। বিরাট একজন নেতা। ও নামের পাশে কখনও অধিনায়কের তকমা লাগাতে চায়নি। ও যা করেছে তা একজন নেতার থেকে কোনও অংশে কম নয়।’

ক্যাপ্টেন বিরাটের অভিযান শেষ হওয়ার পর তাঁকে ধন্যবাদও জানায় আরসিবি টিম ম্যানেজমেন্ট। ২০১৩ সালে বেঙ্গালোরের অধিনায়কের দায়িত্বে আসেন কোহলি। দীর্ঘ ৮ বছরে কখনও আইপিএল খেতাব জেতা হয়নি। তবে বেঙ্গালোরের হয়ে ক্যাপ্টেন বিরাটের অবদান অনেক। পরের বছর থেকে ক্রিকেটার হিসেবে আরসিবিতে খেলবেন তিনি।

ম্যাচ হারের ফলে হতাশাও চেপে রাখেননি হর্ষল। তিনি বলেন, ‘ম্যাচ হারের ফলে আমরা সবাই হতাশ। আমরা যে ভাবে খেলেছি, তাতে প্রথম দুইয়ে শেষ করা উচিত ছিল। কিন্তু আমরা জানি ছোট ছোট ব্যবধান এই টুর্নামেন্টে অনেক বড় হয়ে যায়। আমরা যে যাই পারফর্ম করি না কেন, দিনের শেষে ফলাফলই সব উত্তর দিয়ে দেয়। আমরা প্রথম চারে থাকলেও এটা কেউ মনে রাখবে না। তবে যে ভাবে আমরা ক্রিকেট খেলেছি তা গর্ব করার মতো।’

 

আরও পড়ুন: Ben Stokes: ৬ মাস পর ব্যাট হাতে বেন স্টোকস

Next Article