CT 2025, PAK vs NZ: বিরাটের রঞ্জি ম্যাচের চেয়ে ‘বেশি’ দর্শক! কিংবদন্তির করাচি কটাক্ষ…

Feb 19, 2025 | 5:08 PM

ICC Champions Trophy 2025: পাকিস্তানেই আয়োজনে নাছোরবান্দা মনোভাব দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নয়তো আরব আমির শাহিতেও টুর্নামেন্ট আয়োজন করা যেত। করাচিতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচে দর্শক উপস্থিতি হতাশাজনক। যা নিয়ে কটাক্ষ ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটারের।

CT 2025, PAK vs NZ: বিরাটের রঞ্জি ম্যাচের চেয়ে বেশি দর্শক! কিংবদন্তির করাচি কটাক্ষ...
Image Credit source: Chris Hyde-ICC/ICC via Getty Images

Follow Us

দীর্ঘ প্রায় ৩০ বছর। সেই ১৯৯৬ সালে আইসিসি ইভেন্ট আয়োজন করেছিল পাকিস্তান। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক। কিন্তু মাঠের হাল খুবই খারাপ। গত এশিয়া কাপেও এমন পরিস্থিতি দেখা গিয়েছিল। ফাঁকা মাঠে খেলছিল পাকিস্তান। হোম টিমের জন্যই যদি মাঠ না ভরে, বাকি ম্যাচে কী হবে! চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই আয়োজনে নাছোরবান্দা মনোভাব দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নয়তো আরব আমির শাহিতেও টুর্নামেন্ট আয়োজন করা যেত। করাচিতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচে দর্শক উপস্থিতি হতাশাজনক। যা নিয়ে কটাক্ষ ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটারের।

কয়েক সপ্তাহ আগের কথা। দীর্ঘ এক যুগ পর রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। দিল্লি ক্রিকেট সংস্থার পরিস্থিতি সঙ্গীন হয়ে উঠেছিল। প্র্য়াক্টিস দেখার জন্যই বিশাল ভিড়। প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয় দশ হাজার দর্শকাসন খুলে দেওয়া হবে। তাতেও অবশ্য কুলিয়ে উঠতে পারেনি দিল্লি ক্রিকেট সংস্থা। মাথাব্যথা তৈরি হয়েছিল প্রশাসনেরও। বিরাট কোহলিকে দেখতে এমন হুড়োহুড়ি যে পুলিশকে লাঠি চার্জও করতে হয়। সরকারি হিসেবে ১৫ হাজার দর্শক উপস্থিত ছিল বিরাট কোহলির রঞ্জি ম্যাচে। যদিও আসল সংখ্যাটা যে অনেক বেশি, তা দেখেই বোঝা গিয়েছে। কিন্তু করাচির গ্যালারি দেখে মনে হচ্ছে, বিরাটের রঞ্জি ম্যাচের চেয়ে হয়তো সামান্য বেশি দর্শক। কমও হতে পারে।

পাকিস্তানের প্রধান স্টেডিয়াম অর্থাৎ করাচির গ্যালারির পরিস্থিতি দেখে হতাশ ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার মাইকেল ভন। পাকিস্তান বোর্ড কি সকলকে জানাতে ভুলে গিয়েছে যে করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ রয়েছে? সোশ্যাল মিডিয়ায় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন লেখেন, ‘পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হচ্ছে সেটা দেখে সত্যিই খুব ভালো লাগছে…। ১৯৯৬ সালের পর প্রথম কোনও বড় ইভেন্ট…। কিন্তু ওরা কি ক্রিকেট প্রেমীদের জানাতে ভুলে গিয়েছে… দর্শক কোথায়?’

পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হলেও টুর্নামেন্ট হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। কাল বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় দল। সেই ম্যাচে দর্শক উপস্থিতিও যে নজরকাড়া হবে, বলাই যায়।

Next Article