KL Rahul: সমালোচনায় বিদ্ধ! আকাশের পর রাহুলের পাশে দাঁড়ালেন কে?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 22, 2023 | 8:27 PM

IND vs AUS, BGT 2023: লোকেশ রাহুলের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। একে ফর্মে নেই, তার উপর ক্রিকেট মহল টেস্ট টিমে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে বারবার প্রশ্ন তুলছে। এ বার রাহুলের পাশে কে দাঁড়ালেন?

KL Rahul: সমালোচনায় বিদ্ধ! আকাশের পর রাহুলের পাশে দাঁড়ালেন কে?
Image Credit source: twitter

Follow Us

নয়াদিল্লি: ফর্মে না থেকেও কী ভাবে দলে জায়গা পাচ্ছেন, এ নিয়ে বেশ ক’দিন ধরে বিতর্কে রয়েছেন ভারতের ডানহাতি ব্যাটার কেএল রাহুল (KL Rahul)। ইতিমধ্যেই রাহুলকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad) ও আকাশ চোপড়া (Akash Chopra)। শুরু থেকেই রাহুলের পক্ষে থেকেছেন আকাশ। টুইটারে পোস্ট করে জানিয়েছেন, কেন রাহুলের উপর আস্থা রাখা উচিত। এ নিয়ে কম বিতর্ক হয়নি। এ বার সেই তালিকায় যোগ হলো আর এক প্রাক্তন অফস্পিনারের নাম।

কে এল রাহুলের দলে থাকা নিয়ে এ বার মুখ খুললেন ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। তবে তিনি রাহুলের পক্ষে বা বিপক্ষে কোনও মন্তব্য করেননি। বরং যাঁরা রাহুলকে নিয়ে এত মাতামাতি করছেন, তাঁদেরকে তিনি অনুরোধ করেছেন কিছু না বলার জন্য। নিজের টুইটার হ্যান্ডেলে ভাজ্জি লিখেছেন, “আমরা কি রাহুলকে একা ছেড়ে দিতে পারি না? ও তো কোনও দোষ করেনি! ও এখনও ভারতীয় টিমের অন্যতম সেরা প্লেয়ার। নেহাতই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে ও। আমাদের প্রত্যেকের কেরিয়ারে এ ধরনের সময় আসে। আমি জানি ওর আবার দুরন্ত প্রত্যাবর্তন হবে। ভুলে গেলে চলবে না, ও আমাদেরই প্লেয়ার। বিশ্বাস রাখতে হবে ওর ওপর।”

নিজের কেরিয়ারে ভারতের হয়ে যথেষ্ট সফল ক্রিকেটার ছিলেন ভাজ্জি। অফস্পিনের ঘূর্ণিতে যেমন ব্যাটারদের কুপোকাত করে দিতেন, সে রকমই প্রয়োজন হলে ব্যাট হাতেও রান করে দলের পাশে দাঁড়াতেন। অতীতে বিভিন্ন বিতর্কে নিজের নাম জড়িয়েছেন ভাজ্জি। আইপিএলের সময় দলের সতীর্থ শান্তাকুমারন শ্রীসন্থকে চড় মারার পাশাপাশি বিপক্ষ দলের ক্রিকেটারদের নানারকম অঙ্গভঙ্গি করেও খবরের শিরোনামে এসেছেন। কিন্তু এ বার সম্পূর্ণ অন্য ভঙ্গিতে পাওয়া গেল ৪২ বছরের এই প্রাক্তন ভারতীয় অফস্পিনারকে।

বেশ কয়েকদিন ধরেই টুইটারে আকাশ চোপড়া ও ভেঙ্কটেশ প্রসাদ রাহুলকে নিয়ে পারস্পরিক বিবাদে জড়িয়েছেন। এক দিকে, প্রসাদ যেমন দলে রাহুলের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্য দিকে আকাশ চোপড়া রাহুলের পুরনো পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন। এই দুই প্রাক্তনীর মধ্যে আলোচনা এমন আকার নেয় যে দু’জনেই দু’জনকে ব্যক্তিগত আক্রমণ করে ফেলেন। পরে অবশ্য দু’জনেই নিজেদের বক্তব্যের ব্যাখ্যা দেন।

Next Article