জোহানেসবার্গ: ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের তৃতীয় টেস্ট শুরু হতে চলেছে আগামীকাল (মঙ্গলবার, ১১ জানুয়ারি) থেকে। এই মুহূর্তে সিরিজে সমান সমান রয়েছে কোহলি-এলগারের দল। ব্যাটে-বলে এলগারদের ছাপিয়ে যেতে পারলেই তৃতীয় টেস্টে জয় আসতে পারে বিরাটব্রিগেডের দখলে। ভারতের বোলিং বিভাগ যে বিদেশের মাটিতেও জটিল পরিস্থিতিতে দলকে ম্যাচ জেতাতে পারে, তা আগে একাধিক বার প্রমাণ করেছেন সামি-বুমরারা। জো’বার্গের হারটা ভুলে, কেপ টাউনে তৃতীয় টেস্টে জিতে ইতিহাস গড়তে চান কোহলিরা। ভারতের বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এমনটাই বলছেন প্রাক্তন প্রোটিয়া পেসার এরিক সিমন্স (Eric Simmons)।
প্রাক্তন প্রোটিয়া পেসার এরিক সিমন্স বলছেন, “জশপ্রীত বুমরা আমার কাছে অন্যতম সেরা ফাস্ট বোলার। আমরা যখন আইপিএলে ওর বিরুদ্ধে খেলি, তখন আমি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমি মনে করি না লোকেরা বুমরা এবং ভারতীয় বোলারদের পরিণতবোধ এবং ক্রিকেটের সূক্ষ্মতা বোঝে।”
তিনি আরও বলেন, “ভারতীয় বোলাররা খেলাটা ভালোই বোঝে। আইপিএলে আপনি সারা বিশ্বের বোলারদের সাথে কাজ করেন এবং আমি মনে করি ভারতের বোলারদের খেলা সম্পর্কে ভালো পরিকল্পনা আছে। কখনও কখনও এটা ভুল হতে পারে। তবে বুমরা কিন্তু একজন ভালো নেতাও। ও অন্য বোলারদেরও সাহায্য করে থাকে।”
সিরিজের তৃতীয় টেস্টে মহম্মদ সিরাজের ছিটকে যাওয়াটা খানিকটা হলেও ধাক্কা হতে চলেছে কোহলিদের কাছে। যার জন্য বাড়তি দায়িত্ব নিতে হবে সেই সামি-বুমরা-অশ্বিন-শার্দূলদের।
আরও পড়ুন: Virat Kohli Press Conference: ‘নতুন করে কিছু প্রমাণ করার নেই আমার’, বলছেন বিরাট