India vs South Africa: ‘ভুল তো ভুলই’ এ বার পন্থকে দুষলেন প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার রিতিন্দর সিং সোধি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 10, 2022 | 7:00 PM

ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার পন্থ বারবার একই ভুল করছেন, এমনটা বলছেন সোধি।

India vs South Africa: ভুল তো ভুলই এ বার পন্থকে দুষলেন প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার রিতিন্দর সিং সোধি
India vs South Africa: 'ভুল তো ভুলই' এ বার পন্থকে দুষলেন প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার রিতিন্দর সিং সোধি (ছবি-টুইটার)

Follow Us

নয়াদিল্লি: একটা ভুল শট নির্বাচন…. যার ফলটা হল বিশ্রীভাবে আউট। এতেই শেষ হলে ঠিক ছিল। কিন্তু তা আর হল কই! জোহানেসবার্গে ভুল শট নির্বাচন করে, কাগিসো রাবাডার বলে শূন্যে আউট হয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারত দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে হেরেওছে। তবে, ভারতের প্রাক্তন ক্রিকেটারদের রোষের মুখে পড়েছেন পন্থ। কখনও শিশুশুলভ বলা হয়েছে তাঁর খেলাকে, কখনও বা দায়িত্বজ্ঞান হীন বলা হয়েছে তাঁর শট নির্বাচনকে। সব মিলিয়ে ভারতের প্রোটিয়া সফরে হট টপিক ঋষভ পন্থ। একের পর এক প্রাক্তন ক্রিকেটাররা যখন আঙুল তুলছেন পন্থের দিকে, তখন চুপ রইলেন না ভারতের প্রাক্তন অল-রাউন্ডার রিতিন্দর সিং সোধি (Reetinder Singh Sodhi)।

ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার পন্থ বারবার একই ভুল করছেন, এমনটা বলছেন সোধি। তিনি বলেন, “একটা সময় ছিল যখন আপনি যদি খারাপ শট খেলতেন এবং আপনার দলকে যদি তার জন্য ভুগতে হয়েছিল, তা হলে তার ফলস্বরূপ পরের ম্যাচে মাঠের বাইরে বসে থাকতে বাধ্য করা হত। তবে এখন অবস্থাটা সেরকম নয়, ও তোমাদের সুপারস্টার।”

তিনি আরও বলেন, “একজন বড় বা ছোট প্লেয়ার ভুল করলে, ভুলটা কিন্তু ভুলই। পন্থকে এ ব্যাপারে বার বার বলা হচ্ছে। ও বার বার একই ভুল করে চলেছে। ওকে তাই শিক্ষা দেওয়ার জন্য বসিয়ে দিলেও, বিশেষ কিছু হবে বলে মনে হয় না।”

একদিকে সোধি যখন দুষছেন পন্থকে, ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার সাবা করিম (Saba Karim) পাশে দাঁড়ালেন পন্থ। সাবা করিম বলেন, “ও (ঋষভ পন্থ) নিশ্চিতভাবে খেলবে। কোনও বড় ক্রিকেটার কী এর আগে এভাবে খেলেননি, এই রকম শট খেলে আউট হননি? ২০-২৫ বছর আগে অন্য একটা যুগে এমন হত। এইভাবেই ও শিখবে। ওর সঙ্গে কথা বলতে হবে এবং ওকে বোঝাতে হবে, যাতে এটা থেকে ও অনেক কিছু শেখে। ও দলের একটা বড় সম্পদ। আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই, ও যদি রান না করত, তা হলে আমরা কি অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে পারতাম।”

আরও পড়ুন: অ্যাসেজ আর আইপিএলকে মেলানোয় কেকেআরকে ট্রোল করলেন জাডেজা

আরও পড়ুন: Virat Kohli Press Conference: ‘নতুন করে কিছু প্রমাণ করার নেই আমার’, বলছেন বিরাট

আরও পড়ুন: Cooch Behar Trophy: বাংলার ৯ ক্রিকেটার আক্রান্ত, স্থগিত কোচবিহার ট্রফি

Next Article