নয়াদিল্লি: অক্টোবর-নভেম্বর মাস রোহিত শর্মার (Rohit Sharma) অ্যাসিড টেস্ট। ব্যাট হাতে টিমকে কতটা টানতে পারেন তা যেমন, তেমনই নেতা হিসেবেও। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ (World Cup 2023) জিতেছিল ভারত। গত দশ বছরে আইসিসির কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতীয় দল। সেই খরাও কাটাতে হবে রোহিতকে। যদি না পারেন, তা হলে নেতৃত্ব যেতে পারে। রোহিত যে চাপে, সন্দেহ নেই। তারই মধ্যে মুম্বইকরের নেতৃত্ব-দর্শন নিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন ইওন মর্গ্যান (Eoin Morgan)। কী বললেন রোহিতকে নিয়ে, TV9Bangla Sports তুলে ধরল।
রোহিত নিজেও মুখিয়ে রয়েছেন যাতে ভারতকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন দেখাতে পারেন। ঘরের মাঠে অগণিত সমর্থক রোহিত-বিরাটদের দিকেই তাকিয়ে রয়েছেন। মর্গ্যানের কথায়, ‘আমি রোহিতের ক্যাপ্টেন্সির বড় ভক্ত। ও যখন ক্যাপ্টেন ছিল না, থখনও মাঠ ও ড্রেসিংরুমে ওর অবদান রাখত। তখন খেলা যে কোনও ক্রিকেটারের সঙ্গে কথা বললে এটাই জানা যাবে। বিরাট কোহলি যেমন এই ব্যাপারে ভীষণ সিরিয়াস, রোহিতও তেমন। ওর ঠান্ডা মাথা, অভিজ্ঞতার মিশেলটা ঘরের মাঠে কাজে লাগাতে পারবে।’
মর্গ্যানের নেতৃত্বে ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। ঘরের মাঠে বিশ্বকাপ হলে কতটা চাপ থাকে, খুব ভালো করেই জানেন প্রাক্তন ক্রিকেটার। শুধু তাই নয়, ক্যাপ্টেনের উপর যে প্রত্যাশা আকাশছোঁয়া থাকে, তাও জানেন। সেই ভাবনা থেকেই মর্গ্যানের মন্তব্য, ‘ঘরের মাঠে বিশ্বকাপ খেলা একটা বিরাট সুবিধা। কারণ কন্ডিশন সহ খুটিনাটি অনেক কিছুই জানা থাকে। বিশেষ করে যখন চাপ মাথায় চেপে বসে তখন এগুলো কাজে দেয়। আর সেই কারণেই ভারতকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট বলেই ধরছি।’
এশিয়া কাপ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যাচ্ছে ভারতীয় দলের। ১৭ জনের দলও ঘোষণা করা হয়েছে। রোহিত নিজেও টিম নিয়ে সন্তুষ্ট। মাঠে নেমে তাঁর টিম কী করে, সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।