কলকাতা: সৌদি আরবের জেড্ডায় আইপিএলের মেগা নিলামের প্রথম দিন একাধিক ক্রিকেটারের উপর কোটি কোটি টাকার বৃষ্টি হয়েছে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি স্পিনারের ট্যাগ এখন তাঁর গায়ে। কথা হচ্ছে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) নিয়ে। ক্রিকেট মহলে অনেকেই বলাবলি করছিলেন মেগা নিলাম থেকে এ বার চাহালকে তুলে নেবে আরসিবি। তাঁর পুরনো টিম তেমনটাই চাইছিল। বিডিংয়ে তাঁর জন্য ঝাঁপিয়েছিল বেঙ্গালুরু। কিন্তু তারকা স্পিনারের দর দেখতে দেখতে আকাশ ছুঁয়ে ফেলে। আরসিবি কিনতে পারেনি তাঁকে। রাজস্থান রিটেন করতে পারেনি চাহালকে। তিনি যে কারণে নাম রেজিস্টার করেন নিলামে। সেখানে ১৮ কোটিতে শেষ অবধি যুজি চাহালকে কেনে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। এতটা দর কি প্রত্যাশা করেছিলেন চাহাল? নিলামে নতুন দল পাওয়ার পরই বড় মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত জেনে নিন কী বললেন ভারতীয় তারকা স্পিনার।
জেড্ডায় আইপিএলের মেগা নিলামে পঞ্জাব যুজবেন্দ্র চাহালকে কেনার পর জিও সিনেমাতে তিনি বলেন, ‘আমি বেশ নার্ভাস ও উদ্বিগ্ন ছিলাম। কারণ, গত ৩টে মরসুমে এই পরিমাণ আমি পেয়েছি। আমি মনে করি এই মূল্য আমার প্রাপ্য। আমি খুবই উত্তেজিত।’
পঞ্জাবের জার্সিতে পঁচিশের আইপিএলে শ্রেয়স আইয়ার, অর্শদীপ সিংয়ের সঙ্গে খেলতে পারবেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চাহাল। একইসঙ্গে কোচ রিকি পন্টিংয়ের কাছ থেকে অনেককিছু শেখার সুযোগ পাবেন বলছেন যুজি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে শ্রেয়স আইয়ার ও অর্শদীপ সিংয়ের বন্ডিং ভালো। আমি রিকি পন্টিং স্যারের থেকে অনেক কিছু শিখতে পারব বলে উত্তেজিত বোধ করছি। এ বার অন্তত বাড়ির কাছে থাকব। আগে জয়পুরে ছিলাম। এ বার চন্ডীগড়ে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের নামে। আইপিএলে প্রথম বোলার হিসেব তিনি উইকেটের ডাবল সেঞ্চুরিও পেরিয়েছেন। এ বার দেখার পঁচিশের আইপিএলে পঞ্জাবের জার্সিতে চাহাল কেমন দ্যুতি ছড়ান।