Rohit Sharma: টি২০ ক্রিকেটের রমরমায় ওয়ান ডে ফরম্যাটের পাশে রোহিত

'ফরম্যাট যাই হোক, আমার কাছে ক্রিকেট গুরুত্বপূর্ণ। আমি কখনোই বলব না ওয়ান ডে ক্রিকেট হারিয়ে যেতে বসেছে। টি ২০, টেস্টের ক্ষেত্রেও না। আমার তো মনে হয়, আরও কোনও ফরম্যাট থাকলে ভালো হত।'

Rohit Sharma: টি২০ ক্রিকেটের রমরমায় ওয়ান ডে ফরম্যাটের পাশে রোহিত
মুম্বইতে একটি অনুষ্ঠানে রোহিত শর্মা।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2022 | 9:27 PM

মুম্বই : ওয়ান ডে ফরম্যাট (ODI) কি হারিয়ে যাওয়ার পথে? এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। চারিদিকে টি ২০ (T20) লিগের রমরমা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা যে নতুন এফটিপি প্রকাশ করেছে, সেখানেও টি ২০ ম্যাচের সংখ্যাই বেশি। ৫০ ওভারের ফরম্যাটকে বাঁচাতে আইসিসির আসরে নামা উচিত, এমনটাই মন্তব্য করেছেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। সারা বিশ্বে নানা টি ২০ ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে। সঙ্গে যোগ হচ্ছে আরও দুটি টি২০ লিগ। নতুন বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা এবং আরব আমিরশাহি টি ২০ লিগ হতে চলেছে। একটা সময় টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও অন্ধকার ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ায় পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ওয়ান ডে ক্রিকেটের ভবিষ্যৎ কোন পথে? যারা এখনও ওয়ান ডে ক্রিকেট ভালোবাসেন, স্বস্তি দেবে ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মন্তব্য।

মুম্বইতে একটি অনুষ্ঠানে ওয়ান ফরম্যাটের পাশে দাঁড়িয়েছেন রোহিত। বলেন, ‘আমার নাম হয়েছে ওয়ান ডে ক্রিকেট থেকেই। এই ফরম্যাটের কাছে আমি ঋণী। ওয়ান ডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে যে কথা হচ্ছে সব বেকার। টেস্ট ক্রিকেট সম্পর্কেও এমন কথা বলা হচ্ছিল একটা সময়।’ ৫০ ওভারের ম্যাচে রোহিতের তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে। দুটি শ্রীলঙ্কার বিরুদ্ধে, আরেকটি অস্ট্রেলিয়া। রোহিত আরও বলেন, ‘ফরম্যাট যাই হোক, আমার কাছে ক্রিকেট গুরুত্বপূর্ণ। আমি কখনোই বলব না ওয়ান ডে ক্রিকেট হারিয়ে যেতে বসেছে। টি ২০, টেস্টের ক্ষেত্রেও না। আমার তো মনে হয়, আরও কোনও ফরম্যাট থাকলে ভালো হত। কেন না, আমার কাছে খেলাটা গুরুত্বপূর্ণ। ছোট থেকেই আমরা দেশের হয়ে খেলার স্বপ্ন দেখি। ওয়ান ডে ক্রিকেটেও যখন মাঠে নামি, গ্যালারি পূর্ণ থাকে, একই উত্তেজনা থাকে। কে কোন ফরম্যাটে খেলবে সেটা তাঁর ব্যক্তিগত পছন্দ। আমার কাছে তিনটি ফরম্যাটই গুরুত্বপূর্ণ।’

বিশ্ব জুড়ে টি ২০ লিগের রমরমা প্রসঙ্গে রোহিত নিজের এবং জাতীয় দলের সতীর্থদের নিয়ে বলছেন, ‘দেশের হয়ে খেলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে অন্য লিগে খেলার বিষয়ে কে কী ভাবছে জানি না। আরও প্রচুর লিগ আসবে। আগামী দিনে হয়তো বুঝতে পারব কে কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এখন অবধি বলতে পারি, ভারতীয় ক্রিকেটের পরিস্থিতি বদলায়নি। আমরা আইপিএল, আন্তর্জাতিক ক্রিকেট খেলি। সকলে খেলার সুযোগ পাচ্ছে। রিজার্ভবেঞ্চ শক্তিশালী হচ্ছে। জিম্বাবোয়ে সফরেও যেমন শাহবাজ আহমেদ, রাহুল ত্রিপাঠীর মতো নতুনদের পাঠানো হয়েছে। ওদের জন্যও ভালো দিক।’