Rishabh Pant: শুধু আইপিএলে…, তরুণ প্রজন্মকে বড় বার্তা LGS ক্যাপ্টেন ঋষভ পন্থের

Mar 11, 2025 | 6:16 PM

IPL 2025, LSG: ঋষভ পন্থ অবশ্য টেস্টে ভারতের অন্যতম ম্যাচ উইনার। সামনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তরুণ প্রজন্মকে বড় বার্তা দিলেন।

Rishabh Pant: শুধু আইপিএলে..., তরুণ প্রজন্মকে বড় বার্তা LGS ক্যাপ্টেন ঋষভ পন্থের
Image Credit source: PTI FILE

Follow Us

সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। স্কোয়াডে ছিলেন ঋষভ পন্থও। যদিও ওয়ান ডে টিমে তিনি আর প্রথম পছন্দের কিপার-ব্যাটার নন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে সকলকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হলেও এক ম্যাচেও খেলানো হয়নি পন্থকে। তেমনই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বেঞ্চেই কাটাতে হয়েছে। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা ঋষভ পন্থ অবশ্য টেস্টে ভারতের অন্যতম ম্যাচ উইনার। সামনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তরুণ প্রজন্মকে বড় বার্তা দিলেন।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলতেন ঋষভ পন্থ। এ বার তাঁকে রিটেন করনি। পন্থও অকশনে ওঠার সিদ্ধান্ত নেন। সেখানে ২৭ কোটিতে তাঁকে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের জৌলুস এবং টাকার আকর্ষণে অনেক তরুণ ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ক্রিকেটকে অবহেলা করেন। তাদের টার্গেট থাকে শুধুমাত্র আইপিএলেই খেলার। লখনউ সুপার জায়ান্টস ক্যাপ্টেন তাঁদের জন্যই বার্তা দিলেন।

জিওহটস্টারে ঋষভ পন্থ বলেন, ‘ক্রিকেটে শুরু থেকে আমার একটাই স্বপ্ন ছিল, দেশের হয়ে খেলা। এমনকি আইপিএলে খেলার কথা কোনওদিন মাথায়ও আসেনি। এখনকার দিনে অনেকেই আইপিএলে অতিরিক্ত ফোকাস করে। আইপিএল অবশ্যই দারুণ মঞ্চ। তবে আমি মনে করি, প্রথম টার্গেট হওয়া উচিত দেশের হয়ে খেলা। আইপিএলও খেলো, কিন্তু দেশের জার্সিতে খেলাটাই আসল ফোকাস হওয়া উচিত।’

Next Article