AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahid Afridi: পাকিস্তান ক্রিকেটকে কারা গোল্লায় পাঠিয়েছে, বিশ্বকাপের পর ফাঁস করবেন আফ্রিদি!

ICC MEN’S T20 WC 2024: গত কয়েক বছর পাকিস্তান ক্রিকেটের হাল খুবই খারাপ। আইসিসি সহযোগী দেশের বিরুদ্ধে দাপট দেখালেও বড় দলের বিরুদ্ধে বারবার মুখ থুবরে পড়েছে। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের আগেও নানা আশার কথা শুনিয়েছিল পাকিস্তান টিম। যদিও বিশ্বকাপে পারফরম্যান্সে তার ছাপ পাওয়া যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুটি ম্যাচ হেরে এখন খাদের কিনারায়।

Shahid Afridi: পাকিস্তান ক্রিকেটকে কারা গোল্লায় পাঠিয়েছে, বিশ্বকাপের পর ফাঁস করবেন আফ্রিদি!
Image Credit: PTI
| Updated on: Jun 11, 2024 | 12:14 AM
Share

টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম অস্বস্তিতে পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই অন্যতম আয়োজক আমেরিকার কাছে হেরেছে পাকিস্তান। যা আক্ষরিক অর্থে অঘটন হলেও পাকিস্তানের চূড়ান্ত ব্যর্থতা। প্রথম বার বিশ্বকাপ খেলতে নেমেছে আমেরিকা। আয়োজক দেশ বলেই সুযোগ পেয়েছে। কাগজে কলমে পাকিস্তানের চেয়ে অনেকটাই পিছিয়ে। টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে ভারতের বিরুদ্ধে জিততে হত। নিউ ইয়র্কে মাত্র ১১৯ রানের পুঁজি নিয়েই পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে ভারত। অথচ পাকিস্তান ইনিংসের মাঝপথে অ্যাডভান্টেজ ছিলেন বাবররাই।

গত কয়েক বছর পাকিস্তান ক্রিকেটের হাল খুবই খারাপ। আইসিসি সহযোগী দেশের বিরুদ্ধে দাপট দেখালেও বড় দলের বিরুদ্ধে বারবার মুখ থুবরে পড়েছে। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের আগেও নানা আশার কথা শুনিয়েছিল পাকিস্তান টিম। যদিও বিশ্বকাপে পারফরম্যান্সে তার ছাপ পাওয়া যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুটি ম্যাচ হেরে এখন খাদের কিনারায়। কানাডার বিরুদ্ধে জিততে না পারলে সুপার এইটের দৌড় থেকে ছিটকে যাবে। পাকিস্তান ক্রিকেটকে যাঁরা গোল্লায় পাঠিয়েছেন, তাঁদের নাম প্রকাশের হুঁশিয়ারি দিয়ে রাখলেন আফ্রিদি।

পাকিস্তান ক্রিকেটে স্বজনপোষণ, দুর্নীতির কথা তাদের দেশের অনেক প্রাক্তন ক্রিকেটারই সরব হয়েছেন। এ বার এই তালিকায় কিংবদন্তি শাহিদ আফ্রিদি। পাকিস্তানের স্থানীয় এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে শাহিদ আফ্রিদির সঙ্গে আর এক প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজাও ছিলেন। তাঁকে দেখিয়ে আফ্রিদি বলেছেন, ‘ও অনেক কিছুই জানে। তেমনই আমিও। কিন্তু এখন সেসব বলতে পারব না। আমাদের কয়েকজনই পাকিস্তান ক্রিকেটকে গোল্লায় পাঠিয়েছে। বিশ্বকাপের পর প্রকাশ্যেই সব বলব।’