দিন বদলায়, সময় বদলায়, বদলায় কুর্সিতে বসা মানুষ… এ তো দুনিয়ার নিয়ম। জনপ্রিয়তার দিক থেকে শিখর ছুঁয়েছেন। তাঁকে নিয়ে অহরহ আলোচনা। রক্তে বইছে রাজনীতি। আর তিনি জড়িয়ে ক্রিকেট প্রশাসনে। কথা হচ্ছে বছর ৩৫ বছরের জয় শাহকে (Jay Shah) নিয়ে। এই সেপ্টেম্বরেই তাঁর জন্মদিন। কয়েকদিন আগে আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ভারতীয় ক্রিকেট মহলে তিনি আলোচনার কেন্দ্রে। সম্প্রতি আইসিসির (ICC) সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হয়েছেন জয়। আর তারপর আরও বেশি আলোচনায় গুজরাটের ছেলে। বিশেষ করে এমন পরিস্থিতিতে তিনি আলোচনায়, যেখানে রয়েছে খানিক পাকিস্তান যোগ। অনেকেই অবাক হতে পারেন এ কথা শুনে। মনে হতেই পারে গুজরাটের ছেলে জয়ের আবার পাকিস্তানের (Pakistan) সঙ্গে যোগ ঠিক কি ভাবে? ২২ গজে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার চোরাস্রোত বয়ে যায়। দুই দেশের ক্রিকেট প্রেমীরা অতীতের পরিসংখ্যান ও ক্যালকুলেটর নিয়ে বসে পড়েন। ওয়াঘার এপার ও ওপারের প্রাক্তন ক্রিকেটারদের মাঝে মাঝে হয় বাগযুদ্ধ। আর যখন আসে টিম ইন্ডিয়ার পাকিস্তান সফরে যাওয়ার প্রসঙ্গ, তখন তো যেন হইহই কাণ্ড, রইরই ব্যাপার!...