নয়াদিল্লি: ম্যাঞ্চেস্টার টেস্ট (Manchester Test) বাতিল হওয়ায় আইপিএলকে (IPL) কাঠগড়ায় তুলতে নারাজ ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। কোভিডের কারণে বাতিল হয়ে গিয়েছে ম্যাঞ্চেস্টার টেস্ট। ভারত-ইংল্যান্ড (India vs England) সিরিজের পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় তর্ক-বিতর্ক চলছেই। অনেকে কারণ হিসেবে আইপিএলকে দেখছেন। তবে সেই রাস্তায় হাঁটতে নারাজ হায়দরাবাদের এই প্রাক্তন ক্রিকেটার।
লক্ষ্মণ (VVS Laxman) বলেন, ‘উপভোগ্য সিরিজ চলছিল। শেষ টেস্ট বাতিল হওয়ায় স্বভাবতই হতাশ হয়েছি। তবে ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট বাতিল হওয়ায় যে ভাবে দোষারোপ, পাল্টা দোষারোপ চলছে তা মেনে নেওয়া যায় না। দেড় বছর আগে অতিমারির কারণে খেলাধূলা বন্ধ ছিল। বিশ্ব এখন নিরাপদ জায়গায় নেই। ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ায় অনেকেই ভারতীয় ক্রিকেট দলের দিকে আঙুল তুলছেন। তবে এ বছরের আইপিএল (IPL) অভিজ্ঞতা থেকে বলতে পারি, যে কোনও ফ্র্যাঞ্চাইজি দলের কোনও সদস্য কোভিড সংক্রমিত হলেই তার সংস্পর্শে আসা সদস্যরা ভয়ে সিঁটিয়ে ছিল।’
লক্ষণ এর সঙ্গে বলেন, ‘ওই পরিস্থিতিতে মাঠে নামা কঠিন ছিল। ওই অবস্থায় মাঠে নামা মানে সতীর্থ, অফিসিয়াল, বিপক্ষ দল সবার আতঙ্কে থাকা। ওই পরিস্থিতিতে টেস্ট বাতিলই একমাত্র পথ ছিল। আমার মনে হয়, সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। দর্শকদের কষ্ট বুঝতে পারছি। একই সঙ্গে আমার মনে হয়, সমস্ত দিক বিচার করে আইসিসির উচিত সিরিজে ২-১ এগিয়ে থাকার সুবাদে ভারতকে জয়ী ঘোষণা করা হোক। এর বদলে সামনের বছরে ভারতীয় দল সীমিত ওভারের সিরিজ খেলতে যাওয়ার সময় একটা টেস্ট ম্যাচ খেলুক।’
আরও পড়ুন: India Cricket: দল যখন পারফর্ম করছে, অধিনায়ক বদল হবে কেন: জয় শাহ
আরও পড়ুন: India Vs England 2021: পঞ্চম টেস্টের বদলে পঞ্চম টেস্টই চান সৌরভ