Cricket World Cup 2023: বিশ্বকাপে থাকবে আপনারও অবদান, যদি দিতে পারেন ম্যাসকটের নাম!

ICC Cricket World Cup 2023 Mascot: এ বারের ক্রিকেট বিশ্বকাপের জন্য পুরুষ ও মহিলা দুটো ম্যাসকট (Mascot) এনেছে আইসিসি।

Cricket World Cup 2023: বিশ্বকাপে থাকবে আপনারও অবদান, যদি দিতে পারেন ম্যাসকটের নাম!
Cricket World Cup 2023: বিশ্বকাপে থাকবে আপনারও অবদান, যদি দিতে পারেন ম্যাসকটের নাম!Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 12:02 AM

নয়াদিল্লি: বিশ্বকাপের জন্য প্রহর গোনা শুরু করে দিয়েছেন ক্রিকেট প্রেমীরা। এখনও হাতে রয়েছে প্রায় দেড় মাস সময়। ১৫ অগস্ট ওডিআই বিশ্বকাপের টিকিটের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এ বার ২৫ তারিখ থেকে শুরু হবে ক্রিকেটের মহাযুদ্ধর টিকিট বিক্রি। এরই মাঝে আইসিসি প্রকাশ্যে নিয়ে এল এ বারের বিশ্বকাপের (Cricket World Cup 2023) দুই ম্যাসকট (Mascot)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপের জন্য পুরুষ ও মহিলা দুটো ম্যাসকট উন্মোচন করেছে। গুরুগ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের দুই ম্যাসকট প্রকাশ্যে এসেছে। তবে আইসিসির পক্ষ থেকে এই দুই ম্যাসকটের নাম জানানো হয়নি। আর এখানেই রয়েছে চমক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

গুরুগ্রামে আইসিসি বিশ্বকাপের ম্যাসকট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো পুরুষ ও মহিলা দলের দুই অধিনায়ক, যশ ধুল ও শেফালি ভার্মা। বিশ্বকাপের জন্য যে পুরুষ ও মহিলা ম্যাসকট বেছে নিয়েছে আইসিসি তাদের আলাদা বৈশিষ্ট রয়েছে। এই দুই ম্যাসকটের নাম দেওয়ার সুযোগ পাবেন ক্রিকেট প্রেমীরা। তার জন্য ইচ্ছুক ক্রিকেট প্রেমীদের ভোট দিতে হবে। https://www.cricketworldcup.com/mascots এই লিঙ্কে ক্লিক করলে আসবে বোলার ম্যাসকট এবং ব্যাটার ম্যাসকটের নাম দেওয়ার সুযোগ। ২৭ অগস্টের মধ্যে ম্যাসকটের নাম জমা দিতে হবে।

ICC's women mascot for Men's Cricket World Cup 2023

আইসিসির পক্ষ থেকে বিশ্বকাপের জন্য যে মহিলা ম্যাসকট প্রকাশ করা হয়েছে। (ছবি-আইসিসি)

ICC's men mascot for Men's Cricket World Cup 2023

আইসিসির পক্ষ থেকে বিশ্বকাপের জন্য যে পুরুষ ম্যাসকট প্রকাশ করা হয়েছে। (ছবি-আইসিসি)

ক্রিক্টোভার্স নামক একটি দূরবর্তী ক্রিকেট ইউটোপিয়া থেকে এই ম্যাসকট ২টি উদ্ভূত। পুরুষ এবং মহিলা ম্যাসকট বাছার কারণ, লিঙ্গসাম্য বজায় রাখা। বিশ্বকাপের মহিলা ম্যাসকটের রিফ্লেক্স, ফ্লেক্সিবিলিটি এবং গতি তাঁকে বাকিদের থেকে সেরা এবং সুপারচার্জড পেস বোলার করে তোলে। এই দুই ম্যাসকটের মধ্যে রয়েছে ৬টি বিশেষ ক্রিকেট শক্তি। পুরুষ ম্যাসকটের মাধ্যমে তুলে ধরা হয়েছে ফিট ও শক্তিশালী ব্য়াটারের দিকটি। সাব-জিরো কুলনেস আর হাই-ভোল্টেজ ব্যাটিং শক্তি রয়েছে পুরুষ ম্যাসকটটির। যে প্রচুর ছয় মারতে পারবে। সুপার পাওয়ারে ভরপুর দুই ম্যাসকট এ বার ক্রিকেট প্রেমীদের কতটা মন জিতে নেয় সেটাই দেখার।