ICC Women’s T20 World Cup: বিসিবি প্রেসিডেন্ট পদে ‘অন্য মুখ’, তবু যেখানে সরতে পারে টি-২০ বিশ্বকাপ…

Aug 19, 2024 | 1:22 PM

Bangladesh Cricket: গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, নাজমুল হাসান পদত্যাগ করতে পারেন। বিসিবি প্রেসিডেন্ট বদলে গেলেও বিশ্বকাপ হয়তো আয়োজন করা হবে না তাদের। কারণ আইসিসির ভাবনায় বিকল্প ভেনু আগে থেকেই ছিল। তা হলে ঠিক কোথায় অনুষ্ঠিত হবে মেয়েদের বিশ্বকাপ?

ICC Womens T20 World Cup: বিসিবি প্রেসিডেন্ট পদে অন্য মুখ, তবু যেখানে সরতে পারে টি-২০ বিশ্বকাপ...
ICC Women's T20 World Cup: বিসিবি প্রেসিডেন্ট পদে 'অন্য মুখ', তবু যেখানে সরতে পারে টি-২০ বিশ্বকাপ...
Image Credit source: FILE PHOTO

Follow Us

কলকাতা: হাতে আর ঠিক দু’সপ্তাহ… তারপর মহিলাদের টি-২০ বিশ্বকাপ (ICC Women’s T20 World Cup) শুরু হবে। কিন্তু কোথায় হবে মেয়েদের বিশ্বকাপ? এখনও তা নিশ্চিত নয়। এ বারের মেয়েদের টি-২০ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। কিন্তু সেখানে যা পরিস্থিতি, তাতে সে দেশ থেকে বিশ্বকাপ সরার সম্ভবনা প্রবল। গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ ছাড়তে চলেছেন নাজমুল হাসান। তিনি ছাড়লে বিসিবি (Bangladesh Cricket Board) প্রেসিডেন্ট হবেন কে? বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, দৌড়ে এগিয়ে রয়েছেন ফারুক আহমেদ।

বিসিবি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন ফারুক আহমেদ যেমন এগিয়ে রয়েছেন, তেমনই সে দেশের আরও ২ প্রাক্তন অধিনায়কও এই তালিকায় রয়েছেন। তাঁরা হলেন আমিনুল ইসলাম ও খালেদ মাসুদ। বাংলাদেশ টিমের হয়ে প্রথম টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে আমিনুল সেঞ্চুরি করেছিলেন। বিসিবি প্রেসিডেন্ট বদলে গেলেও বিশ্বকাপ হয়তো আয়োজন করা হবে না তাদের।

আইসিসির ভাবনায় মেয়েদের টি-২০ বিশ্বকাপের জন্য বিকল্প ভেনু আগে থেকেই ছিল। শ্রীলঙ্কার কথাও ভেবেছিল আইসিসি। কিন্তু অক্টোবরে সেখানে বর্ষার মরসুম। বিসিসিআইও বর্ষার মরসুম এবং পরপর দুটো বিশ্বকাপ আয়োজন করবে না বলে জানিয়ে দিয়েছে। তাই মহিলাদের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার দৌড়ে এগিয়ে সংযুক্ত আরব আমিরশাহি। বাংলাদেশ মরিয়া নিজের দেশে বিশ্বকাপ রাখতে। কিন্তু যা পরিস্থিতি, তাতে তেমনটা না হওয়ার দিকেই সব এগোচ্ছে।

সংযুক্ত আরব আমিরশাহি যদি মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব রায়, তা হলে দুবাই, আবু ধাবি ও শারজা এই তিন ভেনুতে হবে। এ বারের মহিলাদের টি-২০ বিশ্বকাপ ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর অবধি চলবে। যেখানে ১০টি টিম খেলবে ২৩টি ম্যাচ।

Next Article