বেঙ্গালুরু: ভারতের কাছে হারের পর আরও বড় সমস্যায় পাকিস্তান ক্রিকেট টিম! ভারতে আসার পর তাদের প্রথম দু-সপ্তাহের বেশি কেটেছে হায়দরাবাদেই। ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে আমেদাবাদে যেতে হয়। এ বার বেঙ্গালুরুতে পরবর্তী ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে চাপে পাকিস্তান শিবির। একে ভারতের কাছে হারের ধাক্কা, অন্য দিকে পাকিস্তান টিমের একাধিক প্লেয়ার অসুস্থ বলেই খবর। এমনকি তরুণ ওপেনার আব্দুল্লা শফিককে কোয়ারান্টাইনে রাখা হয়েছে বলেও খবর। যদিও পাকিস্তান টিমের বিবৃতিতে পুরো বিষয়টি পরিষ্কার করা হয়নি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, পাকিস্তান টিমের একাধিক ক্রিকেটারের ভাইরাল জ্বর এবং ফ্লু হয়েছে। মঙ্গলবার চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তান টিমের ঐচ্ছিক অনুশীলন ছিল। ভারতের কাছে হারার পর প্রত্যাশা ছিল সকলেই অনুশীলনে উপস্থিত থাকবেন। বেঙ্গালুরু পৌঁছে টিম ডিনার, অধিনায়কের জন্মদিন সেলিব্রেশন সবই হয়েছে। কিন্তু হাতে গোনা কয়েকজনই প্রস্তুতি সেরেছেন মঙ্গলবার। সংশ্লিষ্ট ওয়েবসাইটের খবর অনুযায়ী, আব্দুল্লা শফিক কোয়ারেন্টাইনে রয়েছেন। দলের বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি, মিডল অর্ডার ব্যাটার সাউদ শাকিল এবং পেসার জামান খানও অসুস্থ।
পাকিস্তানের লেগ স্পিনার উসামা মিরও অসুস্থ হয়েছিলেন। শুক্রবার অজিদের বিরুদ্ধে নামার আগে শাহিন আফ্রিদি সুস্থ উঠবে বলে আশাবাদী পাকিস্তান শিবির। তবে জ্বর হলেও কারও মধ্যে ডেঙ্গির উপসর্গ নেই বলেই খবর। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, দলের বেশ কয়েকজন প্লেয়ার অসুস্থই ছিলেন। তারা সেরে উঠেছে। অনেকে সুস্থ হয়ে উঠছে। মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের।