IND vs AUS, BGT 2023 : শুরুতে ক্যাচ মিস, সামির জোড়া উইকেট; খোয়াজার শতরানে অস্বস্তি ভারতীয় শিবিরে

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 09, 2023 | 4:55 PM

Border-Gavaskar Trophy: ম্য়াচ শুরুর আগে হয়েছে জমকালো অনুষ্ঠান। এত দর্শক উপস্থিতিই কি বাড়তি চাপ তৈরি করল শ্রীকার ভরতের! হতেও পারে। মহম্মদ সামির জোড়া উইকেট ভারতীয় দলকে বিরাট স্বস্তি দিয়েছিল।

IND vs AUS, BGT 2023 : শুরুতে ক্যাচ মিস, সামির জোড়া উইকেট; খোয়াজার শতরানে অস্বস্তি ভারতীয় শিবিরে
Image Credit source: twitter

Follow Us

আমেদাবাদ: বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে চতুর্থ টেস্ট জিততেই হবে ভারতকে। কিন্তু আমেদাবাদ টেস্টের প্রথম দিনের শেষে অস্বস্তিতে ভারত। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। দু-দেশের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে শুরু হাইভোল্টেজ চতুর্থ টেস্ট। ম্য়াচ শুরুর আগে হয়েছে জমকালো অনুষ্ঠান। এত দর্শক উপস্থিতিই কি বাড়তি চাপ তৈরি করল শ্রীকার ভরতের! হতেও পারে। মহম্মদ সামির জোড়া উইকেট ভারতীয় দলকে বিরাট স্বস্তি দিয়েছিল। কিন্তু প্রথম দিনের শেষে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলে নিয়েছে। তবুও প্রথম দিনের শেষে ভারতীয় দল হাসিমুখে মাঠ ছাড়তে পারল না। সৌজন্য়ে উসমান খোয়াজার শতরান। ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের প্রথম দিনের বিস্তারিত রিপোর্ট TV9Bangla-য়।

এই নিয়ে দ্বিতীয় ভারত সফর (টেস্ট সিরিজ) উসমান খোয়াজার। প্রথম সফরে এক ম্য়াচও খেলার সুযোগ পাননি। এই সফরে শতরান করে স্মরণীয় করে রাখলেন। দিনের শেষ মুহূর্তে শতরান পূর্ণ করেন উসমান খোয়াজা। এই সিরিজে মূলত দাপট দেখা গিয়েছে বোলারদের। আমেদাবাদের পিচ ব্যাটারদেরও স্বস্তি দিল। সিরিজে এই নিয়ে দ্বিতীয় শতরান দেখা গেল। নাগপুর টেস্টে শতরান করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শেষ ম্যাচে খোয়াজা। দিনের শেষে ১০৪ রানে অপরাজিত রয়েছেন উসমান খোয়াজা। সঙ্গী ক্য়ামেরন গ্রিন। তিনি ৪৯ রানে ক্রিজে রয়েছেন।

ভারতের একাদশে আমেদাবাদে একটিই পরিবর্তন হল। মহম্মদ সিরাজের জায়গায় মহম্মদ সামি। ইন্দোর টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল এই অভিজ্ঞ পেসারকে। টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ইনিংসের ষষ্ঠ ওভারে উমেশ যাদবের বোলিংয়ে ট্রাভিস হেডের ক্য়াচ ফসকান উইকেটকিপার শ্রীকার ভরত। এই ম্য়াচে তাঁর পরিবর্তে খেলানোর কথা ছিল ঈশান কিষাণকে। শেষ অবধি সুযোগ দেওয়া হয় ভরতকেই। হেডকে ফেরান অশ্বিন। ব্যক্তিগত ৩২ রানে মিড অনে জাডেজা ক্য়াচ নেন। মহম্মদ সামি ফেরান মার্নাস লাবুশেন ও পিটার হ্য়ান্ডসকম্বকে। দু-জনের উইকেট উপড়ে ফেলেন। অধিনায়ক স্টিভ স্মিথ সিরিজে তাঁর সর্বাধিক স্কোর করলেন। এই সিরিজে এখনও অবধি ৩৭ রান সর্বাধিক ছিল তাঁর। এ দিন করলেন ৩৮। স্মিথকে বোল্ড করেন জাডেজা। পিচ থেকে টার্ন পেলেও গত পিচ গুলির মতো শার্প টার্ন নয়। ম্যাচের দ্বিতীয় দিন দ্রুত খোয়াজা সহ অজি দলকে অন্তত ৩৫০-র মধ্যে আটকে রাখাই লক্ষ্য হবে ভারতীয় শিবিরের।

Next Article