ম্যাচের পঞ্চম দিন নানা সম্ভাবনা, আশঙ্কা ছিল। একটা অন্তত মিলে গিয়েছে। ভারতের বিরুদ্ধে ঝুঁকি নিতে নারাজ। সে কারণে তারা ইনিংস আর ডিক্লেয়ার করেনি। অজি ইনিংসে গুটিয়ে দেওয়ার নানা পরিস্থিতি তৈরি হয়েছিল চতুর্থ দিনই। এমনকি দিনের শেষ ওভারেও জসপ্রীত বুমরার নো-বলে উইকেট মিস হয়। অবশেষে অস্ট্রেলিয়ার শেষ উইকেট জুটি ভাঙেন জসপ্রীত বুমরাই।
টেস্ট কেরিয়ারে আরও একটি ফাইফার জসপ্রীত বুমরার। অস্ট্রেলিয়া ৩৩৩ রানে এগিয়ে ছিল। পঞ্চম দিন আরও ৬ রান যোগ করে নাথান লিয়ঁ-স্কট বোল্যান্ড জুটি। নাথান লিয়ঁকে বোল্ড করে ফাইফার এবং অজি ইনিংসকে ২৩৪ রানে গুটিয়ে দেন বুমরা। অস্ট্রেলিয়ার সার্বিক লিড ৩৩৯। অর্থাৎ মেলবোর্ন টেস্ট জয় এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জটিল অঙ্ক থেকে বাঁচতে ভারতের চাই ৩৪০ রান। এই টার্গেট একেবারেই সহজ নয়। মেলবোর্নে এত রান তাড়া করে কোনও দলের জয়ের রেকর্ড নেই।
ভারতীয় দল গত সফরে কার্যত ভাঙাচোরা পরিস্থিতি থেকেই সিরিজ জিতেছিল। শেষ ম্যাচে ৩২৯ রান তাড়া করে জিতেছিল ভারত। এ বারও এমন কিছু হতেই পারে। ভারত প্রথম সেশন উইকেটহীন কাটিয়ে দিতে পারলে অনেক কিছুই সম্ভব। আপাতত হিসেব কষেই এগনো প্রয়োজন। রোহিত শর্মার কাছে মর্যাদা ফেরানোর ম্যাচ। এই ম্যাচ থেকে ফের নায়ক হয়ে ওঠার সুযোগ। এর জন্য ভারতের কাছে প্রায় ৯২ ওভারের মতো থাকছে। যদিও ওভার সম্পূর্ণ করা কঠিন। শেষ দিন অনেক কিছুই হতে পারে।