WTC 2025, SA vs PAK: প্রথম দল হিসেবে নিশ্চিত প্রোটিয়ারা, WTC ফাইনালের লড়াই কঠিন ভারতের

Dec 29, 2024 | 5:40 PM

World Test Championship Final: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। ফাইনালে তারা কাদের বিরুদ্ধে খেলবে, লড়াই এখন ত্রিমুখী। ভারত, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে কোনও এক দল লর্ডসে প্রোটিয়াদের বিরুদ্ধে নামবে।

WTC 2025, SA vs PAK: প্রথম দল হিসেবে নিশ্চিত প্রোটিয়ারা, WTC ফাইনালের লড়াই কঠিন ভারতের
Image Credit source: ICC

Follow Us

ভারত-অস্ট্রেলিয়ার চাপ কিছুটা হলেও বাড়ল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ছিল চার দল। স্পট ছিল দুটি। চার দলের মধ্যে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে তারা। একটি জয়েই ফাইনাল নিশ্চিত হয়ে যেত। পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। ফাইনালে তারা কাদের বিরুদ্ধে খেলবে, লড়াই এখন ত্রিমুখী। ভারত, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে কোনও এক দল লর্ডসে প্রোটিয়াদের বিরুদ্ধে নামবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন ও সিডনি টেস্ট জিতলে সম্ভাবনা থাকবে ভারতের।

ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ২-০ ক্লিনসুইপ করার পরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে শীর্ষে উঠেছিল প্রোটিয়ারা। ফাইনাল নিশ্চিত করতে প্রয়োজন ছিল একটি জয়। বর্তমান সাইকেলে ১১টি টেস্টের মধ্য সাতটি জয়। পয়েন্ট পার্সেন্টেজ ৬৬.৬৭। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজ ড্র দিয়ে অভিযান শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে ক্লিনসুইপ হলেও দুর্দান্ত কামব্যাক করে প্রোটিয়ারা। প্রথম দল হিসেবে ২০২৫-এর ফাইনালও নিশ্চিত করে নিল।

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে কঠিন পরিস্থিতিতে পরেছিল প্রোটিয়ারা। চতুর্থ ইনিংসে টার্গেট মাত্র ১৪৮। তৃতীয় দিন ২৭-৩ ছিল দক্ষিণ আফ্রিকা। এ দিন এইডেন মার্কব়্যামের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন ক্যাপ্টেন তেম্বা বাভুমা। পাকিস্তান ফের কামব্যাক করে। মহম্মদ আব্বাস ছয় উইকেট নিয়ে প্রোটিয়া শিবিরে ভয় ধরিয়েছিলেন। ৯৯ রানে অষ্টম উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর কাগিসো রাবাডা ও মার্কো জানসেন জুটির কামাল। রাবাডা ৩১ ও জানসেন ১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন।

এই খবরটিও পড়ুন

Next Article