Yashasvi Jaiswal: টিম হাডলের ‘বদলা’! যশস্বীকে ঠিক সে ভাবেই আউট অস্ট্রেলিয়ার

Dec 16, 2024 | 8:23 AM

India vs Australia 3rd Test: অস্ট্রেলিয়ার মাটিতে কেরিয়ারের প্রথম টেস্ট ইনিংসে ব্যর্থ হন। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। এই সিরিজে ভারতীয় শিবিরের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন, এমনটাই বলা হচ্ছিল। সিরিজ যত এগচ্ছে, পরিস্থিতিও সঙ্গীন। শুধু জোশ নয়, টেস্ট খেলার জন্য যে ধৈর্যও প্রয়োজন!

Yashasvi Jaiswal: টিম হাডলের বদলা! যশস্বীকে ঠিক সে ভাবেই আউট অস্ট্রেলিয়ার
Image Credit source: PTI

Follow Us

দেশের মাটিতে সেই ইংল্যান্ড সিরিজ ভোলার নয়। অনবদ্য পারফর্ম করেছিলেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ড শিবির বাজ়বলের ধ্বনি তুলেছিল। দেখেছে জ্যাজ়বল। সিরিজে ৭০০-র উপর রান করেছিলেন বিধ্বসী মেজাজে থাকা যশস্বী জয়সওয়াল। অস্ট্রেলিয়ার মাটিতে কেরিয়ারের প্রথম টেস্ট ইনিংসে ব্যর্থ হন। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। এই সিরিজে ভারতীয় শিবিরের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন, এমনটাই বলা হচ্ছিল। সিরিজ যত এগচ্ছে, পরিস্থিতিও সঙ্গীন। শুধু জোশ নয়, টেস্ট খেলার জন্য যে ধৈর্যও প্রয়োজন!

ব্রিসবেন টেস্টে প্রথম বলেই বাউন্ডারি মেরে ইনিংস শুরু করেন যশস্বী জয়সওয়াল। এখানেও জ্যাজ়বল খেলতে চেয়েছিলেন হয়তো। মিচেল স্টার্কের দ্বিতীয় ডেলিভারি মিডল-লেগ স্টাম্পে। ফ্লিক করেছিলেন যশস্বী। শর্ট মিডউইকেট-স্কোয়ারলেগ (ক্যাচিং) পজিশনে রাখা মিচেল মার্শের হাতে ক্যাচ! স্টার্কের দ্বিতীয় ওভারের প্রথম ডেলিভারিতেই ড্রাইভের লোভ সামলাতে পারেননি শুভমন গিলও। গালিতে অনবদ্য ফ্লাইং ক্যাচ মিচেল মার্শের। মাত্র ৬ রান, ২.১ ওভারে ২ উইকেট। যশস্বীর আউটে কেন বদলার কথা বলা হচ্ছে? কিছু সময় আগে ফেরা যাক।

এই খবরটিও পড়ুন

ভারতের ইনিংস শুরুর আগের একটি দৃশ্য ধরা পড়ে। বৃষ্টি থামায় খেলা শুরুর প্রস্তুতি চলছে। ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল থ্রো ডাউন নিচ্ছিলেন। তাঁর ডান দিকে (ব্যাটিং স্টান্স অনুযায়ী অনসাইড) বাউন্ডারি লাইনে টিম হাডলে ব্যস্ত অস্ট্রেলিয়া। হঠাৎ দেখা যায় অজি ক্রিকেটাররা লাফিয়ে উঠেছেন। নতুন কোনও স্টাইল! এর কারণ বোঝা গেল ম্যাচ শুরুর পর। আসলে সে সময়, বাঁ হাতি ব্য়াটার যশস্বী জয়সওয়াল থ্রো ডাউনে ফ্লিক করেছিলেন। বলটা গিয়ে লাগে অজি টিম হাডলে।

ম্যাচের নিরিখে কল্পনা করলে, যশস্বী আসলেই ফ্লিক করেছিলেন, মিচেল মার্শ যেন সেই হাডল। ঠিক একই পজিশনে তাঁকে রাখা হয়। থ্রো-ডাউনে সেই ফ্লিক দেখেই কি পরিকল্পনা ছকে ফেলেছিল অজি শিবির? আশ্চর্য নয়। কারণ, বলের লাইন-লেন্থ, ফিল্ড পজিশন সব কেমন মিলে গিয়েছে!

Next Article