মোহালি: বিশ্বকাপের মহড়ায় একঝাঁক ক্রিকেটার। ঘরের মাঠে বিশ্বকাপ। স্কোয়াডও ঘোষণা হয়ে গিয়েছে। তবে শেষ মুহূর্তে বদল হতেই পারে। এখনও সেই সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। ২৮ সেপ্টেম্বর অবধি বিশ্বকাপের স্কোয়াডে বদল করা যাবে। কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। ভারতীয় শিবিরে আলোচনায় বেশ কয়েকজন। তাদের মধ্যে অন্যতম সূর্যকুমার যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন। ধোঁয়াশা পরিষ্কার করলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সূর্যকুমার যাদব টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার। ওয়ান ডে ক্রিকেটে অবশ্য তাঁর ফর্ম চিন্তায় রাখার মতোই। ২৭ ম্যাচে তাঁর সংগ্রহ ৫৩৭ রান। গড় ২৪.৪০। অনেকেই মনে করেন, সূর্যর পরিবর্তে অন্য কাউকে বিশ্বকাপে নেওয়া উচিত। অনেকে তিলক ভার্মার কথাও বলছেন। তিলককে নিলে মিডল অর্ডারে যেমন একজন বাঁ হাতি ব্যাটার থাকবে, তেমনই বোলিং বিকল্পও।
আলোচনায় রবিচন্দ্রন অশ্বিনও। অক্ষর প্যাটেলের চোটে এশিয়া কাপের ফাইনালের আগে ওয়াশিংটন সুন্দরকে কলম্বোয় উড়িয়ে নিয়ে যাওয়া হয়। ফাইনালে খেলানোও হয় তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্কোয়াডে রাখা হয়েছে রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘ দেড় বছর পর ওয়ান ডে স্কোয়াডে অশ্বিন। তাহলে কি বিশ্বকাপে অফস্পিনার বিকল্প চাইছে টিম ইন্ডিয়া? অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দর কি ট্রায়ালে নামছেন? অশ্বিন কিংবা সূর্য কুমার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন কিনা, তা নিয়েও ধোঁয়াশা ছিল। সেটাই পরিষ্কার করলেন রাহুল দ্রাবিড়।
অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ মোহালিতে। সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘টিম সূর্যকুমারের ওপর ভরসা রাখছে। আমরা বিশ্বাস করি, ওয়ান ডে ফরম্যাটেও সাফল্য পাবে সূর্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু-ম্যাচে একাদশে ওর জায়গা নিশ্চিত।’ একই ভাবে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ইঙ্গিত, ‘অশ্বিনের দক্ষতা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। টিমে কারও চোট হলে কী ব্যবস্থা রাখতে হবে, সেটাও পরিকল্পনায় থাকে। সে কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অশ্বিনকে ম্যাচ প্র্যাক্টিস দিতে চাই।’