টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন খুব একটা ভালো হয়নি বিরাট কোহলির। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন বিরাট। এরপর আর লাল বলে খেলেননি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে শুরুটা আত্মবিশ্বাসী করেছিলেন। দেখে মনে হচ্ছিল, চেন্নাইতে করা শিবিরে প্রস্তুতি ভালোই হয়েছে বিরাটের। নেটে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন বিরাট কোহলি। ম্যাচেও তেমনই চেষ্টা করেন। যদিও কভার ড্রাইভের লোভে প্রথম ইনিংসে উইকেট হারাতে হয় বিরাটকে। দ্বিতীয় ইনিংসেও ভালো ব্যাটিং করছিলেন। কিন্তু ইনিংস দীর্ঘস্থায়ী হল না। পরে যদিও দেখা যায়, ডিআরএস নিলে আম্পায়ারের সিদ্ধান্ত বদলাতে হত। আপশোস করা ছাড়া উপায় নেই। এর মাঝেই অবশ্য সাকিব আল হাসানের সঙ্গে মজায় মাতলেন বিরাট কোহলি।
মাঠে বিরাট কোহলির উপস্থিতি টিমকে সবসময়ই চাঙ্গা রাখে। ঋষভ পন্থের মতো তিনিও কিছু না কিছু বলতে থাকেন। ব্যাটিংয়ের সময় অবশ্য খুব বেশি কথা বলতে পছন্দ করেন না। ফোকাস ঠিক রাখার চেষ্টা করেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্যই হলেন বিরাট কোহলি। ঘটনাটি ভারতের দ্বিতীয় ইনিংসে। ১৫তম ওভার সদ্য শেষ হয়েছে। নন স্ট্রাইকারে বিরাট কোহলি। সাকিব ক্লোজ ইনে ফিল্ডিং করছিলেন। হঠাৎই সাকিবকে বিরাট বলেন, ‘মালিঙ্গা হয়ে গেলে নাকি! একের পর এক ইয়র্কার দিচ্ছিলে। সাকিব প্রথমে বুঝতে পারেননি। বোঝার পরই হাসতে থাকেন।’
মালিঙ্গা-ঘটনার প্রেক্ষাপট ১৫তম ওভার। শেষ দুটি ডেলিভারি ফুল লেন্থ করেন সাকিব আল হাসান। বিরাট স্ট্রেট ব্যাটেই খেলেননি। একটি বাম্প ক্যাচও যায় সাকিবের হাতেই। অনেকেই হঠাৎ ভেবেছিলেন ক্যাচ উঠেছে। দ্বিতীয় ডেলিভারিও কার্যত একই। সেটিও সাকিবের হাতেই যায়। সে কারণেই ওভার শেষ হতে সাকিবকে মজা করে বলেন, ইয়র্কারের বিষয়টি। লাসিথ মালিঙ্গার মতোই স্পিনার সাকিবও যেন ইয়র্কার দিচ্ছিলেন!
Virat Kohli to Shakib: Malinga bana hua, yorker pe yorker de raha hai 😭🤣pic.twitter.com/Ny1S6xUmkb
— Vahini🕊️ (@fairytaledustt_) September 20, 2024