IND vs BAN: বাঘ দেখলেই শিকারে বেরোন! আবারও ‘তলোয়ার-বাজি’ জাডেজার
India vs Bangladesh 1st Test: রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিলরা ভরসা দিতে পারেননি। যশস্বী হাফসেঞ্চুরি করলেও যথেষ্ট ছিল না। ম্যাচে পার্থক্য গড়ে দিল অশ্বিন-জাডেজা জুটিই। অতিরিক্ত ডিফেন্স নয়, বরং পাল্টা আক্রমণে বাংলাদেশকে চাপে ফেলেন অশ্বিন ও জাডেজা।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। গত কয়েক বছর টেস্টে তাঁর ব্যাটিং অন্য মাত্রায় পৌঁছেছে। কঠিন পরিস্থিতিতে ভরসা দিয়েছেন রবীন্দ্র জাডেজা। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টেও ভরসা দিলেন। সপ্তম উইকেটে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তাঁর ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটির সৌজন্যেই চেন্নাই টেস্টে চালকের আসনে ভারত। দিনের শেষে ৮৬ রানে অপরাজিত রয়েছেন জাডেজা। হাফসেঞ্চুরি পেরোতেই তাঁর ট্রেডমার্ক তলোয়ার সেলিব্রেশনও দেখা গিয়েছে। টাইগারদের বিরুদ্ধে জাডেজা যেন আলাদা মেজাজেই নামেন। পরিসংখ্যান অন্তত তাই বলছে।
চেন্নাই টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল একদিক আগলে রাখলেও উল্টোদিক থেকে উইকেট পড়তে থাকে। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিলরা ভরসা দিতে পারেননি। যশস্বী হাফসেঞ্চুরি করলেও যথেষ্ট ছিল না। ম্যাচে পার্থক্য গড়ে দিল অশ্বিন-জাডেজা জুটিই। অতিরিক্ত ডিফেন্স নয়, বরং পাল্টা আক্রমণে বাংলাদেশকে চাপে ফেলেন অশ্বিন ও জাডেজা।
পরিসংখ্যান বলছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ ইনিংসে ২০০-র বেশি রান করেছেন রবীন্দ্র জাডেজা। পাঁচটির মধ্যে তিন ইনিংসে হাফসেঞ্চুরি। চেন্নাই টেস্টে এখনও অবধি যে ছন্দে ব্যাট করছেন, কেরিয়ারের পঞ্চম সেঞ্চুরিও দেখা যেতে পারে। ১১৭ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংসে ১০টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি মেরেছেন রবীন্দ্র জাডেজা। ম্যাচের দ্বিতীয় দিন শুরুতেই নতুন বল নেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। সকালের সেশনে কোনও বিপদ না ঘটলে সেঞ্চুরির স্বপ্ন দেখা যেতেই পারে জাডেজার থেকে। সেক্ষেত্রে আবারও দেখা যাবে ব্যাট নিয়ে সেই তলোয়ার সেলিব্রেশন!