IND vs BAN: বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতিতে সৌরভের হাত, স্বীকার তামিমের
India vs Bangladesh 1st Test: হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানাদের মতো তরুণ পেসাররা উঠে এসেছেন। চোটের কারণে শেষ মুহূর্তে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শরিফুল ইসলাম। চেন্নাই টেস্টের প্রথম দিন নজর কেড়েছেন হাসান মাহমুদ। গতিতে বেগ দিয়েছেন নাহিদ রানা।
পাকিস্তানের মাটিতে প্রথম বার টেস্ট জয়, এরপর সিরিজও জয়। বাংলাদেশের এই সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন পেসাররা। হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানাদের মতো তরুণ পেসাররা উঠে এসেছেন। চোটের কারণে শেষ মুহূর্তে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শরিফুল ইসলাম। চেন্নাই টেস্টের প্রথম দিন নজর কেড়েছেন হাসান মাহমুদ। গতিতে বেগ দিয়েছেন নাহিদ রানা। বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতিতে অবদান রয়েছে সৌরভের, এমনটাই মত সে দেশের কিংবদন্তি ব্যাটার তামিম ইকবালের।
ভারত-বাংলাদেশ টেস্টে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হল তামিম ইকবালের। জিও সিনেমায় প্রথম দিনের কমেন্ট্রিতে বাংলাদেশের পেস বোলিং নিয়ে প্রশংসা তামিমের মুখে। প্রথম সেশনে অনবদ্য বোলিং করেন হাসান। একঝাঁক তরুণ পেসার উঠে আসছে এবং টেস্ট ক্রিকেটে ভালো পারফর্ম করছে, এর কারণ হিসেবে ঘরোয়া ক্রিকেটের মানসিকতার কথাই তুলে ধরলেন তামিম ইকবাল। এর জন্য কৃতিত্ব দিলেন বাংলাদেশের প্রাক্তন টেস্ট অধিনায়ক মোমিনুল হক সৌরভকে।
ভারতের বিরুদ্ধে সিরিজেও খেলছেন মোমিনুল। ভারতের মাটিতে গত সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন তিনিই। এ বার ক্যাপ্টেন না হলেও পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তাঁর প্রসঙ্গ টেনেই তামিম বলেন, ‘বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতিতে ঘরোয়া ক্রিকেটে ওর ভূমিকা গুরুত্বপূর্ণ। সৌরভের (মোমিনুলের ডাক নাম) নেতৃত্বে ঘরোয়া ক্রিকেটে খেলেছি। পেসাররা যাতে দীর্ঘ স্পেল করতে পারে, দিনে অন্তত ১০-১৫ ওভার বোলিং করতে পারে, সেদিকে কড়া নজর থাকে মোমিনুলের। সেখান থেকেই এই মানসিকতাটা তৈরি হচ্ছে।’