IND vs ENG: এটাই টেস্ট ম্যাচ…! ওভালে অবিশ্বাস্য জয়, সিরিজ ড্র ভারতের
IND vs ENG Test Series: বিশাল লক্ষ্য তাড়ায় অবিশ্বাস্য পারফরম্যান্স তাদেরও। কিন্তু শেষ মুহূর্তে ইংল্যান্ডের ইতিহাস আটকে দিলেন ভারতীয় বোলাররা। শেষ দিন ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। আর ভারতের ৪ উইকেট। দুই সম্ভাবনাই ছিল। ইংল্যান্ডের মুখের গ্রাস কেড়ে নিলেন মহম্মদ সিরাজ।

ইনসুইং ইয়র্কার উইকেটের একদম রুটে! সেখান থেকেই উইকেটটা উপড়ে গেল। সেলিব্রেশনে টিম ইন্ডিয়া। ওভালের ঐতিহ্য বজায় থাকল। পরিসংখ্যান বলছে, ওভালে কখনও ২৫৩-এর বেশি স্কোর তাড়া করে জেতার রেকর্ড নেই। কিন্তু রেকর্ড তো সেই একশো বছর আগের। পরিস্থিতি এখন আলাদা। ইংল্যান্ড সেটাই দেখাল। ৩৭৪ রানের বিশাল লক্ষ্য তাড়ায় অবিশ্বাস্য পারফরম্যান্স তাদেরও। কিন্তু শেষ মুহূর্তে ইংল্যান্ডের ইতিহাস আটকে দিলেন ভারতীয় বোলাররা। শেষ দিন ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। আর ভারতের ৪ উইকেট। দুই সম্ভাবনাই ছিল। ইংল্যান্ডের মুখের গ্রাস কেড়ে নিলেন মহম্মদ সিরাজ।
ম্যাচের প্রথম দিন কাঁধে চোট পেয়েছিলেন ক্রিস ওকস। ইংল্যান্ড বোর্ড জানিয়েছিল, তিনি আর এই টেস্টে অংশ নিতে পারবেন না। চতুর্থ দিন ওকসকে ফের ডেকে পাঠানো হয়। এ দিন চোট নিয়েই নামলেন। মন জিতলেন, অপরাজিতও থাকলেন। শেষ অবধি খুব কাছেও পৌঁছে ছিল ইংল্যান্ড। ৭ রান বনাম ১ উইকেট। আর সেই উইকেটই নিলেন সিরাজ। সব মিলিয়ে ইনিংসে ফাইফার।
শেষ কবে এমন রুদ্ধশ্বাস টেস্ট দেখা গিয়েছে, এটাও যেন অনেক কষ্টে খুঁজে বের করতে হবে। খুব কাছে, কিন্তু দূরে। ভারতীয় শিবিরে একটা বড় আক্ষেপ থাকতেই পারে। সেটা লর্ডস টেস্ট। ওই ম্যাচটা জিততে পারলে, সিরিজও ভারতেরই হত। তবে শুভমন গিলের নেতৃত্বে, একঝাঁক তরুণ প্লেয়ারকে নিয়ে এবং শেষ ম্যাচে বুমরাকে ছাড়াই ভারত যেভাবে ড্র করেছে, তা জয়ের চেয়ে কোনও অংশে কম নয়।
