Indian Cricket Team: টি-টোয়েন্টিতে ভারতের সেরা বছর? পরিসংখ্যান যা বলছে…

Nov 17, 2024 | 12:06 AM

IND vs SA T20I 2024: নিউজিল্যান্ডের কাছে সদ্য ঘরের মাঠে ক্লিনসুইপ হওয়ার পর সেই আত্মবিশ্বাসটা যেন নেই। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এ বছর যে ভারতের সেরা কেটেছে বলাই যায়। সবচেয়ে বড় ব্যাপার, ২০০৭-এর পর ২০২৪। দীর্ঘ ১৭ বছরের ব্যবধানে দ্বিতীয় বার টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হয়েছে ভারত। এ ছাড়াও পরিসংখ্যান যা বলছে...।

Indian Cricket Team: টি-টোয়েন্টিতে ভারতের সেরা বছর? পরিসংখ্যান যা বলছে...
Image Credit source: PTI FILE

Follow Us

জো’বার্গ পর্বের পর কি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মন খারাপ? হতে পারে! টি-টোয়েন্টিতে এ বছর দুর্দান্ত কেটেছে ভারতের। টেস্টে ঘরের মাঠের সাম্প্রতিক অস্বস্তি থেকে কিছুটা বিনোদন মিলেছে দক্ষিণ আফ্রিকা সফরে। সামনেই বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে গত দুই সফরেই সিরিজ জিতেছে ভারত। এ বার হ্যাটট্রিকের প্রত্যাশা। কিন্তু নিউজিল্যান্ডের কাছে সদ্য ঘরের মাঠে ক্লিনসুইপ হওয়ার পর সেই আত্মবিশ্বাসটা যেন নেই। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এ বছর যে ভারতের সেরা কেটেছে বলাই যায়। সবচেয়ে বড় ব্যাপার, ২০০৭-এর পর ২০২৪। দীর্ঘ ১৭ বছরের ব্যবধানে দ্বিতীয় বার টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হয়েছে ভারত। এ ছাড়াও পরিসংখ্যান যা বলছে…।

দক্ষিণ আফ্রিকা সিরিজ ধরে এ বছর মোট ২৬টি টি-টোয়েন্টি খেলেছে ভারত। এর মধ্যে ২৪টি ম্যাচেই জয়। দুটি হারের একটি সদ্য সমাপ্ত প্রোটিয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে। বেরহায় ব্যাটিং বিপর্যয়ের পরও ম্যাচে ফিরেছিল ভারত। বরুণ চক্রবর্তী অনবদ্য বোলিং করেন। কেরিয়ার সেরা ১৭ রানে পাঁচ উইকেট নেন। তাতেও অবশ্য হার। তবে বাকি দুটি ম্যাচের পাশাপাশি সিরিজও জিতেছে ভারত।

এ বছর পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ভারত। পাঁচটিতেই জয়। ভারতের আরও একটি ম্যাচে হার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। জিম্বাবোয়েতে তরুণ দল পাঠানো হয়েছিল। একটি ম্যাচ হারলেও সিরিজ জিতেই ফিরেছিল। ২৬টির মধ্যে ২২টি ম্যাচে সরাসরি জয়। দুটি ম্যাচে সুপার ওভারে। শতকরা জয়ের নিরিখে এটিই সর্বাধিক। ২০১৮ সালে পাকিস্তান ১৯টির মধ্যে ১৭টি ম্যাচ জিতেছিল। তাদের পার্সেন্টেজ ছিল ৮৯.৪৭। ভারতের ৯২.৩১। পুরুষদে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে ভালো পারফরম্যান্স এটাই। একটি মাত্র টিমের জয়ের পার্সেন্টেজ বেশি। তবে তা আন্তর্জাতিক ক্রিকেটে নয়। ২০২১ সালে ঘরোয়া ক্রিকেটে ১৬টির মধ্যে ১৫টি টি-টোয়েন্টি জিতেছিল তামিলনাডু।

টি-টোয়েন্টিতে ভারত কতটা আগ্রাসী ব্যাটিং করেছে, তার দুটি উদাহরণ দেওয়া যায়। ঘরের মাঠে (হায়দরাবাদে) বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭ রান করেছিল ভারত। জোহানেসবার্গে ২৮৩! মাত্র এক উইকেট হারিয়ে। জোড়া সেঞ্চুরি সঞ্জু স্য়ামসন ও তিলক ভার্মার। এ বছর প্রতি ৪.৬৮ ডেলিভারিতে একটি করে বাউন্ডারি মেরেছে ভারত। টি-টোয়েন্টিতে যা দ্বিতীয়। এ বছর অস্ট্রেলিয়া প্রতি ৪.৩৯ ডেলিভারিতে একটি করে বাউন্ডারি মেরেছে। তেমনই প্রতি ১২টি ডেলিভারিতে একটি করে ছয় ভারতের। এ বছর ৯ ম্যাচে ভারত ২০০ প্লাস স্কোর করেছে। সাতটির বেশি কোনও টিমের নেই।

Next Article